সেঞ্চুরিয়নে আব্বাস-শাদাবকে পাচ্ছে না পাকিস্তান
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪২
মোহাম্মদ আব্বাস। ছবি: পিসিবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পেসার মোহাম্মদ আব্বাস ও লেগ স্পিনার শাদাব খানকে পাচ্ছে না পাকিস্তান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ খেলার মতো ফিট নন এই দুই বোলার।
বক্সিং ডেতে বুধবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।
গত মাসে কাঁধের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি আব্বাস। অনেক দিনের কুচকির সমস্যার কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি শাদাব। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন এই অলরাউন্ডার।
টেস্টের জন্য এখনও ফিট হয়ে ওঠেননি শাদাব। তবে হাঁটুর চোট কাটিয়ে নভেম্বরের পর দলে ফিরেছেন ফখর জামান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইনভাইটেশন একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচেও খেলেছেন এই ওপেনার।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আব্বাস। দুই টেস্টে গড়ে ১০ দশমিক ৫৮ রান গড়ে ১৭টি উইকেট নিয়েছিলেন ২৮ বছর বয়সী এই বোলার। ওই সিরিজে আব্বাসই ছিলেন পাকিস্তান দলের ট্রাম্পকার্ড। তার মতো পেসারকে না পাওয়াটাকে দলটির জন্য বড় ধাক্কাই বলতে হবে। তবে আব্বাসকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
“আব্বাস প্রথম টেস্টের জন্য ফিট নয়। আশা করা যায় দ্বিতীয় টেস্টে ফিট হবে। শাবাবও ফিট নয়। সেও দ্বিতীয় টেস্টে ফিরবে। তবে ফখর ফিট।”
আব্বাসের ফিট না হওয়ার অর্থ তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলবে পাকিস্তান। তারা হলেন মোহাম্মদ আমির, হাসান আলি ও শাহীন আফ্রিদি। পেস সহায়ক উইকেটে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।
১ম টেস্টের পাকিস্তান দল:
ইমাম-উল-হক, ফখর জামান, আজহার আলি, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধি. ও উইকেটকিপার), মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, হাসান আলি ও শাহীন আফ্রিদি
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পেসার মোহাম্মদ আব্বাস ও লেগ স্পিনার শাদাব খানকে পাচ্ছে না পাকিস্তান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ খেলার মতো ফিট নন এই দুই বোলার।
বক্সিং ডেতে বুধবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস স্টেডিয়ামে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।
গত মাসে কাঁধের চোটে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি আব্বাস। অনেক দিনের কুচকির সমস্যার কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি শাদাব। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন এই অলরাউন্ডার।
টেস্টের জন্য এখনও ফিট হয়ে ওঠেননি শাদাব। তবে হাঁটুর চোট কাটিয়ে নভেম্বরের পর দলে ফিরেছেন ফখর জামান। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইনভাইটেশন একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচেও খেলেছেন এই ওপেনার।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আব্বাস। দুই টেস্টে গড়ে ১০ দশমিক ৫৮ রান গড়ে ১৭টি উইকেট নিয়েছিলেন ২৮ বছর বয়সী এই বোলার। ওই সিরিজে আব্বাসই ছিলেন পাকিস্তান দলের ট্রাম্পকার্ড। তার মতো পেসারকে না পাওয়াটাকে দলটির জন্য বড় ধাক্কাই বলতে হবে। তবে আব্বাসকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
“আব্বাস প্রথম টেস্টের জন্য ফিট নয়। আশা করা যায় দ্বিতীয় টেস্টে ফিট হবে। শাবাবও ফিট নয়। সেও দ্বিতীয় টেস্টে ফিরবে। তবে ফখর ফিট।”
আব্বাসের ফিট না হওয়ার অর্থ তিনজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলবে পাকিস্তান। তারা হলেন মোহাম্মদ আমির, হাসান আলি ও শাহীন আফ্রিদি। পেস সহায়ক উইকেটে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।
১ম টেস্টের পাকিস্তান দল:
ইমাম-উল-হক, ফখর জামান, আজহার আলি, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধি. ও উইকেটকিপার), মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, হাসান আলি ও শাহীন আফ্রিদি