সেঞ্চুরিতে উজ্জ্বল এনামুল ও আল-আমিন
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩
এনামুল হক বিজয় ও আল-আমিন। ছবি: বিজ্ঞপ্তি
জাতীয় দলে ফিরে আস্থা জোগাতে পারেননি। তাই বাদ পড়েছেন আবার। তবে ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় রান করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে তুলে নিয়েছেন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির মালা গেঁথেছেন দক্ষিণাঞ্চলে তার সতীর্থ আল-আমিনও।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি তুলে নেন এনামুল। দিন শেষে ১৫৫ রানে অপরাজিত এনামুলের সামনে থাকছে ডাবল সেঞ্চুরির সুযোগ।
অন্যদিকে আহত অবসরের আগে ১১০ রান করেছেন আল-আমিন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় সেঞ্চুরি ।
এনামুল ও আল-আমিনের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে দক্ষিণাঞ্চল। ৫ উইকেটে ৪০৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দলটি।
উত্তরাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ইতিমধ্যে ১১৪ রানের লিড পেয়ে গেছে দক্ষিণাঞ্চল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণাঞ্চলের সামনে রয়েছে শিরোপার হাতছানি।
আগের দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণাঞ্চল। এনামুল দিন শুরু করেন ৭ রান নিয়ে। সঙ্গী ফজলে মাহমুদ (৯) বিদায় নেন দ্রুত। চার নম্বরে খেলতে নেমে রকিবুল হাসানও (৯) স্থায়ী হতে পারেননি। ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল দলটি।
তবে সেখান থেকে এনামুল ও আল-আমিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল। আল-আমিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে দুজনে গড়েন ১৭৬ রানের জুটি।
পাঁচ নম্বরে নামা আল-আমিন সেঞ্চুরি তুলে নেন ওপেনার এনামুলের আগে। ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১০ রান করে যখন মাঠ ছাড়েন আল-আমিন, তখন তার নামের পাশে ১১০ রান। ১১টি চারের সঙ্গে ছক্কা ৩টি।
পরে এনামুলের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন মেহেদী হাসান। দুজনের জুটিটাও দারুণ জমে উঠে। দুজন যোগ করেন ১১৯ রান। এনামুল এর মাঝে তুলে নেন সেঞ্চুরি। অলরাউন্ডার মেহেদী হাসান ৭৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৮৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম ফিফটি।
দিনের শেষ বলে পঞ্চম উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল। নাহিদুল ইসলাম ফিরে গেছেন ২৬ রান করে। এনামুল অবশ্য উইকটে অবিচল। ঠিক টেস্ট ঘরনার ব্যাটিং করে যাচ্ছেন ২৬ বছর বয়সী। অপরাজিত ১৫৫ রান করেছেন ২৮৩ বলে। তার ইনিংসে চার ১৩টি।
উত্তরাঞ্চলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন, সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩

জাতীয় দলে ফিরে আস্থা জোগাতে পারেননি। তাই বাদ পড়েছেন আবার। তবে ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় রান করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ডে তুলে নিয়েছেন আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির মালা গেঁথেছেন দক্ষিণাঞ্চলে তার সতীর্থ আল-আমিনও।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি তুলে নেন এনামুল। দিন শেষে ১৫৫ রানে অপরাজিত এনামুলের সামনে থাকছে ডাবল সেঞ্চুরির সুযোগ।
অন্যদিকে আহত অবসরের আগে ১১০ রান করেছেন আল-আমিন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় সেঞ্চুরি ।
এনামুল ও আল-আমিনের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে দক্ষিণাঞ্চল। ৫ উইকেটে ৪০৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দলটি।
উত্তরাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ইতিমধ্যে ১১৪ রানের লিড পেয়ে গেছে দক্ষিণাঞ্চল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণাঞ্চলের সামনে রয়েছে শিরোপার হাতছানি।
আগের দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণাঞ্চল। এনামুল দিন শুরু করেন ৭ রান নিয়ে। সঙ্গী ফজলে মাহমুদ (৯) বিদায় নেন দ্রুত। চার নম্বরে খেলতে নেমে রকিবুল হাসানও (৯) স্থায়ী হতে পারেননি। ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল দলটি।
তবে সেখান থেকে এনামুল ও আল-আমিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল। আল-আমিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে দুজনে গড়েন ১৭৬ রানের জুটি।
পাঁচ নম্বরে নামা আল-আমিন সেঞ্চুরি তুলে নেন ওপেনার এনামুলের আগে। ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১০ রান করে যখন মাঠ ছাড়েন আল-আমিন, তখন তার নামের পাশে ১১০ রান। ১১টি চারের সঙ্গে ছক্কা ৩টি।
পরে এনামুলের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন মেহেদী হাসান। দুজনের জুটিটাও দারুণ জমে উঠে। দুজন যোগ করেন ১১৯ রান। এনামুল এর মাঝে তুলে নেন সেঞ্চুরি। অলরাউন্ডার মেহেদী হাসান ৭৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৮৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশম ফিফটি।
দিনের শেষ বলে পঞ্চম উইকেট হারিয়েছে দক্ষিণাঞ্চল। নাহিদুল ইসলাম ফিরে গেছেন ২৬ রান করে। এনামুল অবশ্য উইকটে অবিচল। ঠিক টেস্ট ঘরনার ব্যাটিং করে যাচ্ছেন ২৬ বছর বয়সী। অপরাজিত ১৫৫ রান করেছেন ২৮৩ বলে। তার ইনিংসে চার ১৩টি।
উত্তরাঞ্চলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন, সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।