নেইমারকে বার্সায় পেতে আর্থারের প্রার্থনা
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৯
ছবি: নেইমারের টুইটার থেকে
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো আশাবাদী তার স্বদেশি নেইমার আবার ফিরবেন কাম্প নউয়ে। এমনকি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমারের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছে আর্থার।
২০১৭ সালে গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন নেইমার। কিন্তু কিছুদিন ধরেই গুঞ্জন পিএসজিতে ভালো নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছাড়তে চান ফরাসি ক্লাব।
নেইমারকে পেতে অনেক আগে থেকেই মরিয়া রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও ব্রাজিলিয়ানকে ফের দলে ভেড়াতে আগ্রহী। ব্রাজিল জাতীয় দলে নেইমারের সতীর্থ আর্থার বলছেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে তার বার্সেলোনায় আসার জন্য প্রার্থনা করছি। কারণ সে এখন সুপারস্টার, এটা অনস্বীকার্য।’’
‘‘ব্যক্তিগতভাবে আমি তার ফিরে আসার জন্য অনেক কাজ করছি। কিন্তু তার নিজের একটা জীবন আছে। সে জানে তার কি করা দরকার।’’
এ বছর গ্রীষ্মকালীন দল বদলে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ৪০ মিলিয়ন ইউরোয় আর্থার মেলোকে কিনে নেয় বার্সেলোনা। নেইমারের সঙ্গে বার্সেলোনার আলোচনা নিয়ে আর্থার বলেন, ‘‘আমি জানি না সে আলোচনা কতটা গভীর। তার আসার জন্য বা না করার অপশন আছে।’’
‘‘ব্যক্তিগত বন্ধু এবং পেশাদার জায়গা থেকে আমি তার প্রশংসা করি এবং যদি সে এখানে আসে তবে আমি খুশি হব।’’
এ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। যা পিএসজিকে লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে বড় ভূমিকা রেখেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:৪৯

বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো আশাবাদী তার স্বদেশি নেইমার আবার ফিরবেন কাম্প নউয়ে। এমনকি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমারের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছে আর্থার।
২০১৭ সালে গ্রীষ্মকালীন দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন নেইমার। কিন্তু কিছুদিন ধরেই গুঞ্জন পিএসজিতে ভালো নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ছাড়তে চান ফরাসি ক্লাব।
নেইমারকে পেতে অনেক আগে থেকেই মরিয়া রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাও ব্রাজিলিয়ানকে ফের দলে ভেড়াতে আগ্রহী। ব্রাজিল জাতীয় দলে নেইমারের সতীর্থ আর্থার বলছেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে তার বার্সেলোনায় আসার জন্য প্রার্থনা করছি। কারণ সে এখন সুপারস্টার, এটা অনস্বীকার্য।’’
‘‘ব্যক্তিগতভাবে আমি তার ফিরে আসার জন্য অনেক কাজ করছি। কিন্তু তার নিজের একটা জীবন আছে। সে জানে তার কি করা দরকার।’’
এ বছর গ্রীষ্মকালীন দল বদলে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ৪০ মিলিয়ন ইউরোয় আর্থার মেলোকে কিনে নেয় বার্সেলোনা। নেইমারের সঙ্গে বার্সেলোনার আলোচনা নিয়ে আর্থার বলেন, ‘‘আমি জানি না সে আলোচনা কতটা গভীর। তার আসার জন্য বা না করার অপশন আছে।’’
‘‘ব্যক্তিগত বন্ধু এবং পেশাদার জায়গা থেকে আমি তার প্রশংসা করি এবং যদি সে এখানে আসে তবে আমি খুশি হব।’’
এ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ১২ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। যা পিএসজিকে লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকতে বড় ভূমিকা রেখেছে।