হ্যাডলি-ভেট্টরির পরই সাউদি
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৮
ছবি: আইসিসির অফিসিয়াল টুইটার
টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন তৃতীয় স্থানে টিম সাউদি। ৩০ বছর বয়সী পেসারের উপরে কেবল রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টরি।
বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের প্রথম দিনটি নিজের করে নিয়েছেন সাউদি। ব্যাট হাতে ৬৮ রানের ইনিংসের পর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই নিজ দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছাড়িয়ে যান ক্রিস মার্টিনকে। তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন নিজের।
ক্রিকেটকে বিদায় বলা ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার মার্টিনের টেস্টে উইকেট সংখ্যা ২৩৩ টি। ক্রাইস্টচার্চ টেস্ট মাঠে গড়ানের আগে ৬২ টেস্টে ২৩২ উইকেট নিয়ে কিউইদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে ছিলেন সাউদি।
এদিন দিনুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে সাউদি ছুঁয়ে ফেলেন মার্টিনকে। দিনেশ চান্দিমলকে ফিরিয়ে ছাড়িয়ে যান নিজের সাবেক সতীর্থকে। পরে তুলে নেন গুনাথিলাকার উইকেট।
তবে ভেট্টরি বা হ্যাডলির চেয়ে উইকেট সংখ্যায় বেশ পিছিয়ে সাউদি। ১১২ টেস্টে ৩৬১ উইকেট দ্বিতীয় স্থানে থাকা ভেট্টরির। আর শীর্ষে থাকা কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি ৪৩১ উইকেট নিয়েছেন মাত্র ৮৬ টেস্টে।
তবে সাউদির পেছন পেছন ছুটছেন ট্রেন্ট বোল্টও। ক্রাইস্টচার্চেই ৫৯তম টেস্ট খেলতে নামা এই পেসারের উইকেট সংখ্যা ২২৪টি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৮

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন তৃতীয় স্থানে টিম সাউদি। ৩০ বছর বয়সী পেসারের উপরে কেবল রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টরি।
বুধবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের প্রথম দিনটি নিজের করে নিয়েছেন সাউদি। ব্যাট হাতে ৬৮ রানের ইনিংসের পর বল হাতে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই নিজ দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছাড়িয়ে যান ক্রিস মার্টিনকে। তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন নিজের।
ক্রিকেটকে বিদায় বলা ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার মার্টিনের টেস্টে উইকেট সংখ্যা ২৩৩ টি। ক্রাইস্টচার্চ টেস্ট মাঠে গড়ানের আগে ৬২ টেস্টে ২৩২ উইকেট নিয়ে কিউইদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ স্থানে ছিলেন সাউদি।
এদিন দিনুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে সাউদি ছুঁয়ে ফেলেন মার্টিনকে। দিনেশ চান্দিমলকে ফিরিয়ে ছাড়িয়ে যান নিজের সাবেক সতীর্থকে। পরে তুলে নেন গুনাথিলাকার উইকেট।
তবে ভেট্টরি বা হ্যাডলির চেয়ে উইকেট সংখ্যায় বেশ পিছিয়ে সাউদি। ১১২ টেস্টে ৩৬১ উইকেট দ্বিতীয় স্থানে থাকা ভেট্টরির। আর শীর্ষে থাকা কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি ৪৩১ উইকেট নিয়েছেন মাত্র ৮৬ টেস্টে।
তবে সাউদির পেছন পেছন ছুটছেন ট্রেন্ট বোল্টও। ক্রাইস্টচার্চেই ৫৯তম টেস্ট খেলতে নামা এই পেসারের উইকেট সংখ্যা ২২৪টি।