আগারওয়াল-পুজারায় মেলবোর্নে ভারতের দিন
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৩
মেলবোর্ন টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারতের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। ছবি: বিসিসিআই
অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই অনবদ্য অর্ধশতক হাঁকিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। অর্ধশতক করে অপরাজিত চেতেশ্বর পুজারা। থিতু হয়ে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বিরাট কোহলি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে বুধবারের খেলা শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ২১৫। পুজারা ২০০ বলে ছয় চারে ৬৮ ও কোহলি ১০৭ বলে ছয় চারে ৪৭ রান নিয়ে অপরাজিত আছেন।
খুব আঁটসাঁট ও হিসেবি বল করেছেন অস্ট্রেলিয়ার চার পেসার মিচেল স্টার্ক, জস হেইজেলউড, প্যাট কামিন্স ও শন মার্শ। পেস সহায়ক উইকেটেও স্পিনে কম যাননি স্পিনার নাথান লায়ন।
তবে সতর্কতার সঙ্গে ব্যাট চালিয়ে দিন পার করে দিয়েছেন পুজারা ও কোহলি। তৃতীয় উইকেটের এই জুটি থেকে এরই মধ্যে এসেছে ৯২ রান। তাদের দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। সিদ্ধান্তটা যে যথার্থ ছিল প্রথম দিনের ব্যাটিংয়েই পাওয়া গেল তার প্রমাণ। ওপেনিং জুটিতে ৪০ রান করে দলকে মোটামুটি একটা শুরু এনে দেন হানুমা বিহারি ও আগারওয়াল।
কামিন্সের করা ১৯তম ওভারের পঞ্চম বলটি ঠিকঠাক মতো খেলতে পারেননি খুবই ধীর গতিতে ব্যাট করতে থাকা ভিহারি। স্লিপে অ্যারন ফিঞ্চের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ৬৬ বলে ৮ রান করা এই ওপেনার।
দ্বিতীয় উইকেটে পুজারাকে নিয়ে ৮৩ রানের কার্যকরী একটি জুটি গড়েন অভিষিক্ত আগারওয়াল। দলীয় ১২৩ রানে এই জুটিতে ফাটল ধরান কামিন্স। কট বিহাইন্ড হয়ে ফেরেন আগারওয়াল। ফেরার আগে করেন ৭৬ রান। তার ১৬১ বলের ইনিংসটিতে রয়েছে আট চার ও এক ছক্কা।
টেস্টে ২১তম অর্ধশতকের দেখা পেয়েছেন পুজারা। চেষ্টায় আছেন ইনিংস লম্বা করার। আর তিন রান পেলেই টেস্টে ২০তম অর্ধশতকের দেখা পেয়ে যাবেন কোহলি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৮৯ ওভারে ২১৫/২ (বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*; স্টার্ক ০/৩২, হেইজেলউড ০/৪৫, লায়ন ০/৫৯, কামিন্স ২/৪০, মার্শ ০/২৩)
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৩

অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই অনবদ্য অর্ধশতক হাঁকিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। অর্ধশতক করে অপরাজিত চেতেশ্বর পুজারা। থিতু হয়ে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বিরাট কোহলি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ভারত।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে বুধবারের খেলা শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটে ২১৫। পুজারা ২০০ বলে ছয় চারে ৬৮ ও কোহলি ১০৭ বলে ছয় চারে ৪৭ রান নিয়ে অপরাজিত আছেন।
খুব আঁটসাঁট ও হিসেবি বল করেছেন অস্ট্রেলিয়ার চার পেসার মিচেল স্টার্ক, জস হেইজেলউড, প্যাট কামিন্স ও শন মার্শ। পেস সহায়ক উইকেটেও স্পিনে কম যাননি স্পিনার নাথান লায়ন।
তবে সতর্কতার সঙ্গে ব্যাট চালিয়ে দিন পার করে দিয়েছেন পুজারা ও কোহলি। তৃতীয় উইকেটের এই জুটি থেকে এরই মধ্যে এসেছে ৯২ রান। তাদের দৃঢ়তায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। সিদ্ধান্তটা যে যথার্থ ছিল প্রথম দিনের ব্যাটিংয়েই পাওয়া গেল তার প্রমাণ। ওপেনিং জুটিতে ৪০ রান করে দলকে মোটামুটি একটা শুরু এনে দেন হানুমা বিহারি ও আগারওয়াল।
কামিন্সের করা ১৯তম ওভারের পঞ্চম বলটি ঠিকঠাক মতো খেলতে পারেননি খুবই ধীর গতিতে ব্যাট করতে থাকা ভিহারি। স্লিপে অ্যারন ফিঞ্চের কাছে ক্যাচ দিয়ে ফেরেন ৬৬ বলে ৮ রান করা এই ওপেনার।
দ্বিতীয় উইকেটে পুজারাকে নিয়ে ৮৩ রানের কার্যকরী একটি জুটি গড়েন অভিষিক্ত আগারওয়াল। দলীয় ১২৩ রানে এই জুটিতে ফাটল ধরান কামিন্স। কট বিহাইন্ড হয়ে ফেরেন আগারওয়াল। ফেরার আগে করেন ৭৬ রান। তার ১৬১ বলের ইনিংসটিতে রয়েছে আট চার ও এক ছক্কা।
টেস্টে ২১তম অর্ধশতকের দেখা পেয়েছেন পুজারা। চেষ্টায় আছেন ইনিংস লম্বা করার। আর তিন রান পেলেই টেস্টে ২০তম অর্ধশতকের দেখা পেয়ে যাবেন কোহলি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৮৯ ওভারে ২১৫/২ (বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*; স্টার্ক ০/৩২, হেইজেলউড ০/৪৫, লায়ন ০/৫৯, কামিন্স ২/৪০, মার্শ ০/২৩)