স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৫
বসুন্ধরা কিংসের শিরোপা উল্লাস। ছবি: নাজমুল হক বাপ্পি
স্বাধীনতা কাপের শিরোপা জিতল নবশক্তি বসুন্ধরা কিংস। বুধবার ফাইনালে তারা ২-১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এই জয়ে ফেডারেশন কাপ হাতছাড়া হওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচলো কাগজে-কলমে এ মৌসুমের সেরা দলটির।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের নজরকাড়া গোলে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। প্রথমার্ধের যোগ করা সময়ে রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড প্রায় একই রকম একটি গোল করে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে রক্ষণ ঠিক রেখে প্রতি আক্রমণ থেকে দুটি গোলের সুযোগ পেয়েছিল রাসেল। কিন্তু দুবারই সুযোগ নষ্ট করেন রাফায়েল। দ্বিতীয়ার্ধে রাসেলের জমাট ডিফেন্সে তেমন সুবিধা করে উঠতে পারেনি বসুন্ধরা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
যোগ করা সময়ের ১৫ মিনিটে বসুন্ধরা জয়সূচক গোলটি করেন বদলি স্ট্রাইকার মতিন মিয়া। সাদ্দাম হোসেন অ্যানির জায়গায় দ্বিতীয়ার্ধে খেলতে নামা এই তরুণ স্ট্রাইকার বক্সের ভেতরে রাসেলের বিপলুর আহমেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে দূরের পোষ্টে পাঠিয়ে শীর্ষ পর্যায়ে ক্লাবের প্রথম শিরোপা নিশ্চিত করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:২৫

স্বাধীনতা কাপের শিরোপা জিতল নবশক্তি বসুন্ধরা কিংস। বুধবার ফাইনালে তারা ২-১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এই জয়ে ফেডারেশন কাপ হাতছাড়া হওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচলো কাগজে-কলমে এ মৌসুমের সেরা দলটির।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের নজরকাড়া গোলে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। প্রথমার্ধের যোগ করা সময়ে রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড প্রায় একই রকম একটি গোল করে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে রক্ষণ ঠিক রেখে প্রতি আক্রমণ থেকে দুটি গোলের সুযোগ পেয়েছিল রাসেল। কিন্তু দুবারই সুযোগ নষ্ট করেন রাফায়েল। দ্বিতীয়ার্ধে রাসেলের জমাট ডিফেন্সে তেমন সুবিধা করে উঠতে পারেনি বসুন্ধরা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
যোগ করা সময়ের ১৫ মিনিটে বসুন্ধরা জয়সূচক গোলটি করেন বদলি স্ট্রাইকার মতিন মিয়া। সাদ্দাম হোসেন অ্যানির জায়গায় দ্বিতীয়ার্ধে খেলতে নামা এই তরুণ স্ট্রাইকার বক্সের ভেতরে রাসেলের বিপলুর আহমেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে দূরের পোষ্টে পাঠিয়ে শীর্ষ পর্যায়ে ক্লাবের প্রথম শিরোপা নিশ্চিত করেন।