ডাবলের কাছে গিয়ে আউট এনামুল
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২২:০০
ছবি: এনামুল হকের ফেইসবুক
আর কিছুক্ষণ টিকতে পারলেই হতো। পেয়ে যেতেন কুড়িটা রান, পেয়ে যেতেন ডাবল সেঞ্চুরি। এনামুল হক বিজয়কে এমন আফসোসে রেখে উইকেট ছাড়া করলেন সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বাধায় দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে বটে, তার আগে পেয়ে গেছে বিশাল এক সংগ্রহ।
বিসিএলে ষষ্ঠ ও শেষ রাউন্ডে বুধবার প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৪১ রান করে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান আল-আমিন (১২৮)।
৫ উইকেটে ৪০৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল আর ৩৯ রান করতেই ষষ্ঠ উইকেট হারায়। সানজামুলের বোলে বোল্ড হন আগের দিন ১৫৫ রানে অপরাজিত থাকা এনামুল। ৩১৪ বলে খেলা তার ১৮০ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি হারের মার।
দলীয় ৪৬৭ রানে উইকেট ছাড়া হন আল আমিন। সানজামুলের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৬১ বলে ১২ চার ও তিন ছক্কায় ১২৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
সুবিধা করতে পারেননি পরের ব্যাটসম্যানরা। থিতু হয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি মনির হোসেন (৩৩) ও তুষার ইমরান (১৪)। ২২ বলে ৩৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।
১৫৮ রানে ছয়টি উইকেট নেন সানজামুল। টানা চার ম্যাচে অন্তত এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৮৬ রান। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ৬২ রান চাই তাদের। জিয়াউর রহমান ১৫ ও ধীমান ঘোষ ৩ রানে অপরাজিত আছেন।
আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে জুয়ায়েদ সিদ্দিকি ১৪৪ বলে ৭৭ ও নাঈম ইসলাম ১১২ বলে ৬৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ৪০৭/৫) ১২৫.৩ ওভারে ৫৪১ (এনামুল ১৮০, আল আমিন জুনিয়র ১২৮, মনির ৩৩, তুষার ১৪, রাজ্জাক ৩৫*, শফিউল ৭; ইবাদত ২/৮৮, সানজামুল ৬/১৫৮, নাঈম ০/৮০, জিয়া ০/৩৪, সাকলাইন ১/১২৬, আরিফুল ০/৪১)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৫৮ ওভারে ১৮৬/৫ (মিজানুর ১১, জুনায়েদ ৭৭, ফরহাদ ৩, নাঈম ৬৭, আরিফুল ৪, জিয়া ১৫*, ধীমান ৩*; শফিউল ১/৩১, মনির ১/২৬, মেহেদি ১/৭১, রাজ্জাক ১/৪৫, নাহিদুল ১/৮)
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ২২:০০

আর কিছুক্ষণ টিকতে পারলেই হতো। পেয়ে যেতেন কুড়িটা রান, পেয়ে যেতেন ডাবল সেঞ্চুরি। এনামুল হক বিজয়কে এমন আফসোসে রেখে উইকেট ছাড়া করলেন সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বাধায় দক্ষিণাঞ্চল অলআউট হয়েছে বটে, তার আগে পেয়ে গেছে বিশাল এক সংগ্রহ।
বিসিএলে ষষ্ঠ ও শেষ রাউন্ডে বুধবার প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৪১ রান করে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান আল-আমিন (১২৮)।
৫ উইকেটে ৪০৭ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল আর ৩৯ রান করতেই ষষ্ঠ উইকেট হারায়। সানজামুলের বোলে বোল্ড হন আগের দিন ১৫৫ রানে অপরাজিত থাকা এনামুল। ৩১৪ বলে খেলা তার ১৮০ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি হারের মার।
দলীয় ৪৬৭ রানে উইকেট ছাড়া হন আল আমিন। সানজামুলের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৬১ বলে ১২ চার ও তিন ছক্কায় ১২৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
সুবিধা করতে পারেননি পরের ব্যাটসম্যানরা। থিতু হয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি মনির হোসেন (৩৩) ও তুষার ইমরান (১৪)। ২২ বলে ৩৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।
১৫৮ রানে ছয়টি উইকেট নেন সানজামুল। টানা চার ম্যাচে অন্তত এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
তৃতীয় দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৮৬ রান। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ৬২ রান চাই তাদের। জিয়াউর রহমান ১৫ ও ধীমান ঘোষ ৩ রানে অপরাজিত আছেন।
আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে জুয়ায়েদ সিদ্দিকি ১৪৪ বলে ৭৭ ও নাঈম ইসলাম ১১২ বলে ৬৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ৪০৭/৫) ১২৫.৩ ওভারে ৫৪১ (এনামুল ১৮০, আল আমিন জুনিয়র ১২৮, মনির ৩৩, তুষার ১৪, রাজ্জাক ৩৫*, শফিউল ৭; ইবাদত ২/৮৮, সানজামুল ৬/১৫৮, নাঈম ০/৮০, জিয়া ০/৩৪, সাকলাইন ১/১২৬, আরিফুল ০/৪১)
উত্তরাঞ্চল ২য় ইনিংস: ৫৮ ওভারে ১৮৬/৫ (মিজানুর ১১, জুনায়েদ ৭৭, ফরহাদ ৩, নাঈম ৬৭, আরিফুল ৪, জিয়া ১৫*, ধীমান ৩*; শফিউল ১/৩১, মনির ১/২৬, মেহেদি ১/৭১, রাজ্জাক ১/৪৫, নাহিদুল ১/৮)