লেস্টারের মাঠেও সিটির হার
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৮
ম্যানচেস্টার সিটির বিপক্ষে লেস্টার সিটির খেলোয়াড়দের উল্লাস। ছবি: লেস্টার সিটি টুইটার
হঠাৎ করে ছন্দহারা ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হারার পর লেস্টার সিটির মাঠে হারল পেপ গুয়ার্দিওলার দল। টানা দুই পরাজয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল থেকে অনেকটা পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
লেস্টারের মাঠে বুধবার রাতে ২-১ গোলে হারে সিটি। প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ইংলিশ উইঙ্গার মার্ক অ্যালব্রিংটন ও পর্তুগিজ উইঙ্গার রিকার্দো পেরেইরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা।
বল দখলে আধিপত্য দেখালেও লেস্টারের রক্ষণভাগে খুব একটা চিড় ধরাতে পারেনি সিটি। বের্নাদো সিলাভার গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবিধাটাও ধরে রাখতে পারেনি তারা। অ্যালব্রিংটনের গোলে পাঁচ মিনিটের মধ্যেই খেলায় সমতা ফেরায় লেস্টার। ম্যাচের শেষ দিকে দলকে জয়সূচক গোল এনে দেন পেরেইরা।
এই হারে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে এসেছে সিটি। ১৯ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪।
দিনের অপর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুল শীর্ষে আছে ৫১ পয়েন্ট নিয়ে। বোর্নমাউথকে ৫-০ গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার।
হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে দলটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৮

হঠাৎ করে ছন্দহারা ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হারার পর লেস্টার সিটির মাঠে হারল পেপ গুয়ার্দিওলার দল। টানা দুই পরাজয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল থেকে অনেকটা পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
লেস্টারের মাঠে বুধবার রাতে ২-১ গোলে হারে সিটি। প্রথমে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ইংলিশ উইঙ্গার মার্ক অ্যালব্রিংটন ও পর্তুগিজ উইঙ্গার রিকার্দো পেরেইরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা।
বল দখলে আধিপত্য দেখালেও লেস্টারের রক্ষণভাগে খুব একটা চিড় ধরাতে পারেনি সিটি। বের্নাদো সিলাভার গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবিধাটাও ধরে রাখতে পারেনি তারা। অ্যালব্রিংটনের গোলে পাঁচ মিনিটের মধ্যেই খেলায় সমতা ফেরায় লেস্টার। ম্যাচের শেষ দিকে দলকে জয়সূচক গোল এনে দেন পেরেইরা।
এই হারে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থান থেকে তৃতীয়স্থানে নেমে এসেছে সিটি। ১৯ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪।
দিনের অপর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুল শীর্ষে আছে ৫১ পয়েন্ট নিয়ে। বোর্নমাউথকে ৫-০ গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছে টটেনহ্যাম হটস্পার।
হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে দলটি।