ভারতকে ভোগাচ্ছে কামিন্স
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১
উইকেট পাওয়ার পর পেট কামিন্সকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দাপট দেখানো ভারত দ্বিতীয় ইনিংসে টালমাটাল! ১৯ বলে চার উইকেট নিয়ে দলটিকে পথহারা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার পেট কামিন্স। তবে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে বিরাট কোহলির দল।
দ্বিতীয় ইসিংসে ৫ উইকেটে ৫৪ রান নিয়ে শুক্রবারের খেলা শেষ করেছে ভারত। দলের ব্যাটিং বিপর্যের মাঝেও ২৮ রান নিয়ে আস্থার সঙ্গে টিকে আছেন অভিষিক্ত ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ৬ রান নিয়ে তার সঙ্গে আছেন রিশাভ পান্ত।
কামিন্সের বলে দুই অংকের ঘরে পৌঁছাতেই বিদায় হন ওপেনার হানুমা বিহারি। এক রান করতেই এই অজি পেসারের শিকার হন আজিনঙ্কা রাহানে। রানের খাতা খোলার সুযোগই পাননি চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের অপর উইকেট নেন জশ হেইজেলউড। রহিত শর্মাকে উইকেট ছাড়া করেন ডানহাতি এই পেসার।
এরপরও খুব একটা চাপে নেই ভারত। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৪৬। হাতে আছে আরও পাঁচ উইকেট।
ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৩ রানের জবাবে ১৫১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। লম্বা ইনিংস খেলতে পারেননি কেউই।
থিতু হয়ে ফিরেছেন মার্কাস হ্যারিস (২২), উসমান খাজা (২১), শন মার্শ (১৯), ট্র্যাভিড হেড (২০), অধিনায়ক টিম পেইন (২২) ও কামিন্স (১৭)। দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি বাকিরা।
টেস্টে ইনিংস সেরা বোলিং করেছেন ভারতের জাসপ্রিত বুমরা। ১৫.৫ ওভারে ৩৩ রানে ৬টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এর আগে তার ইনিংস সেরা বোলিং ছিল ৫৪ রানে ৫ উইকেট।
অন্যদের মধ্যে রবীন্দ্র জাদেজা নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মোহাম্মেদ শামি।
চার ম্যাচের চলতি টেস্ট সিরিজে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া-ভারত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫১

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দাপট দেখানো ভারত দ্বিতীয় ইনিংসে টালমাটাল! ১৯ বলে চার উইকেট নিয়ে দলটিকে পথহারা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার পেট কামিন্স। তবে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে বিরাট কোহলির দল।
দ্বিতীয় ইসিংসে ৫ উইকেটে ৫৪ রান নিয়ে শুক্রবারের খেলা শেষ করেছে ভারত। দলের ব্যাটিং বিপর্যের মাঝেও ২৮ রান নিয়ে আস্থার সঙ্গে টিকে আছেন অভিষিক্ত ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ৬ রান নিয়ে তার সঙ্গে আছেন রিশাভ পান্ত।
কামিন্সের বলে দুই অংকের ঘরে পৌঁছাতেই বিদায় হন ওপেনার হানুমা বিহারি। এক রান করতেই এই অজি পেসারের শিকার হন আজিনঙ্কা রাহানে। রানের খাতা খোলার সুযোগই পাননি চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের অপর উইকেট নেন জশ হেইজেলউড। রহিত শর্মাকে উইকেট ছাড়া করেন ডানহাতি এই পেসার।
এরপরও খুব একটা চাপে নেই ভারত। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৪৬। হাতে আছে আরও পাঁচ উইকেট।
ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৩ রানের জবাবে ১৫১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। লম্বা ইনিংস খেলতে পারেননি কেউই।
থিতু হয়ে ফিরেছেন মার্কাস হ্যারিস (২২), উসমান খাজা (২১), শন মার্শ (১৯), ট্র্যাভিড হেড (২০), অধিনায়ক টিম পেইন (২২) ও কামিন্স (১৭)। দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি বাকিরা।
টেস্টে ইনিংস সেরা বোলিং করেছেন ভারতের জাসপ্রিত বুমরা। ১৫.৫ ওভারে ৩৩ রানে ৬টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। এর আগে তার ইনিংস সেরা বোলিং ছিল ৫৪ রানে ৫ উইকেট।
অন্যদের মধ্যে রবীন্দ্র জাদেজা নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মোহাম্মেদ শামি।
চার ম্যাচের চলতি টেস্ট সিরিজে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া-ভারত।