ভারতকে অপেক্ষায় রেখেছেন কামিন্স-লায়ন
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৯
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
মাটি কামড়ে পড়ে আছেন অস্ট্রেলিয়ার নিচের সারির দুই ব্যাটসম্যান প্যাট কামিন্স ও নাথান লায়ন। তাতে বাড়ছে বক্সিং-ডে টেস্টে জয় থেকে মাত্র দুটি উইকেট দূরে থাকা ভারতের অপেক্ষা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্র দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৫৮ রান। কামিন্স ১০৩ বলে ৬১ ও লায়ন ৩৮ বলে ৬ রানে ব্যাট করছেন।
আবহওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টি অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে দাঁড়ালে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হার এড়াতে পঞ্চম ও শেষ দিন দুই উইকেট নিয়ে দিন কাটাতে হবে অস্ট্রেলিয়ার। আর জিততে ভারতের দরকার মাত্র দুই উইকেট।
জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরু মোটেও ভালো হয়নি। জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মেদ শামি দ্যুতির সামনে দলীয় ৬৩ রানেই শীর্ষ ব্যাটসম্যানকে হারায় স্বাগতিক দল। এর মধ্যে থিতু হয়ে ফিরেন উসমান খাজা (৩৩)।
চতুর্থ উইকেট জুটিতে বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন শন মার্শ ও ট্র্যাভিস হেড। মার্শকে উইকেট ছাড়া করে ৫১ রানের এই জুটিতে ফাটল ধরান বুমরাহ। এলবিডব্লিউ হন ৭২ বলে ৪৪ রান করা মার্শ।
দলীয় ১৩৫ রানে শন মার্শের ভাই মিচেল মার্শ উইকেট ছাড়া হলে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইশান্ত শর্মার বলে ৩৪ রানেই থামতে হয় হেডকে। মহাবিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া ১৭৬ রানে হারায় সপ্তম উইকেট। রবীন্দ্র জাদেজার বলে কট বিহাইন্ড হন ৬৭ বলে ২৬ রান করা অধিনায়ক টিম পেইন।
উইকেটের একপ্রান্ত আগলে রেখে স্রোতের বিপরীতে হেঁটেছেন কামিন্স। ধীরস্থির ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন আট নম্বরে নামা এই ব্যাটার। পেইনের সঙ্গে ১৯ ও মিচেল স্টার্কের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ার পর লায়নের সঙ্গে অপরাজিত থেকে গড়েন ৪৩ রানের জুটি।
ভারতের বোলারদের মধ্যে জাদেজা তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট শামি ও বুমরার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৫ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করা ভারত ৮ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আগের দিন অপরাজিত থাকা মায়াঙ্ক আগারওয়ালকে ৪২ রানে থামিয়ে নিজের পঞ্চম উইকেট নেন পেট কামিন্স। উইকেট ছাড়া করেন জাদেজাকেও।
রিশাব পান্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ে একশ ছাড়ায় ভারতের সংগ্রহ। ৪৩ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রান করা কিপার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জশ হেইজেলউড। পান্ত আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:১৯

মাটি কামড়ে পড়ে আছেন অস্ট্রেলিয়ার নিচের সারির দুই ব্যাটসম্যান প্যাট কামিন্স ও নাথান লায়ন। তাতে বাড়ছে বক্সিং-ডে টেস্টে জয় থেকে মাত্র দুটি উইকেট দূরে থাকা ভারতের অপেক্ষা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্র দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৫৮ রান। কামিন্স ১০৩ বলে ৬১ ও লায়ন ৩৮ বলে ৬ রানে ব্যাট করছেন।
আবহওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, রোববার মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টি অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে দাঁড়ালে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হার এড়াতে পঞ্চম ও শেষ দিন দুই উইকেট নিয়ে দিন কাটাতে হবে অস্ট্রেলিয়ার। আর জিততে ভারতের দরকার মাত্র দুই উইকেট।
জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার শুরু মোটেও ভালো হয়নি। জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মেদ শামি দ্যুতির সামনে দলীয় ৬৩ রানেই শীর্ষ ব্যাটসম্যানকে হারায় স্বাগতিক দল। এর মধ্যে থিতু হয়ে ফিরেন উসমান খাজা (৩৩)।
চতুর্থ উইকেট জুটিতে বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন শন মার্শ ও ট্র্যাভিস হেড। মার্শকে উইকেট ছাড়া করে ৫১ রানের এই জুটিতে ফাটল ধরান বুমরাহ। এলবিডব্লিউ হন ৭২ বলে ৪৪ রান করা মার্শ।
দলীয় ১৩৫ রানে শন মার্শের ভাই মিচেল মার্শ উইকেট ছাড়া হলে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইশান্ত শর্মার বলে ৩৪ রানেই থামতে হয় হেডকে। মহাবিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়া ১৭৬ রানে হারায় সপ্তম উইকেট। রবীন্দ্র জাদেজার বলে কট বিহাইন্ড হন ৬৭ বলে ২৬ রান করা অধিনায়ক টিম পেইন।
উইকেটের একপ্রান্ত আগলে রেখে স্রোতের বিপরীতে হেঁটেছেন কামিন্স। ধীরস্থির ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন আট নম্বরে নামা এই ব্যাটার। পেইনের সঙ্গে ১৯ ও মিচেল স্টার্কের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ার পর লায়নের সঙ্গে অপরাজিত থেকে গড়েন ৪৩ রানের জুটি।
ভারতের বোলারদের মধ্যে জাদেজা তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট শামি ও বুমরার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৫ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করা ভারত ৮ উইকেটে ১০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। আগের দিন অপরাজিত থাকা মায়াঙ্ক আগারওয়ালকে ৪২ রানে থামিয়ে নিজের পঞ্চম উইকেট নেন পেট কামিন্স। উইকেট ছাড়া করেন জাদেজাকেও।
রিশাব পান্তের আক্রমণাত্মক ব্যাটিংয়ে একশ ছাড়ায় ভারতের সংগ্রহ। ৪৩ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রান করা কিপার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন জশ হেইজেলউড। পান্ত আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি।