রোনালদো ও ইউভেন্তুসের রেকর্ডময় রাত
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ২২:২৬
ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: ইউভেন্তুসের অফিসিয়াল টুইটার
ইতালিয়ান লিগ সিরি আয় সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে বছর শেষ করেছে ইউভেন্তুস। শনিবার জোড়া গোল করে দলকে জয় উপহার দেন দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এই জয়ে একাধিক রেকর্ড গড়েছে ইউভেন্তুস। রেকর্ড গড়েছেন রোনালদোও।
এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরি আয় ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট ইউভেন্তুসের। ২০ দলের সিরি আয় মাঝ সময়ে যা সর্বোচ্চ পয়েন্টের নতুন রেকর্ড।
নিজেদের মাঠে মাত্র দুই মিনিটেই এদিন রোনালদো গোল করে এগিয়ে দেন ইউভেন্তুসকে। ফাবিও কুয়াইয়েরেল্লা পেনাল্টি থেকে গোল করে সাম্পদোরিয়ার পক্ষে ব্যবধান কমান। পরে ৬৫ মিনিটে স্পট কিক থেকে ২-১ গোলের জয় নিশ্চিত করেন রোনালদো।
মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল ১৯ ম্যাচে ১৭টিতেই জয় তুলে নেয়। বাকী দুই ম্যাচে ড্র করে তারা।
২০১৮ সালে ইউভেন্তুস ১০০ গোলের মাইলফলক পূরণ করেছে ম্যাচটিতে। এছাড়া এক বছরে ১০১ পয়েন্ট অর্জনের কৃতিত্বও দেখাল দলটি।
রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর সিরি আয় গোল পেতে শুরুতে লড়াই করতে হয়েছে রোনালদোকে। তবে এখন ছুটছেন দুর্বার গতিতে। ইউভেন্তুসের বড় ভরসার নামও রোনালদো। লিগে ঘরের মাঠে ইউভেন্তুসের সর্বশেষ ১০ ম্যাচের কমপক্ষে ৮টিতে সরাসরি গোলে অবদান রয়েছে রোনালদো।
ইতিমধ্যে সিরি আয় ১৪ গোল হয়ে গেছে রোনালদোর। লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে সি আর সেভেন। পর্তুগিজ হিসেবে রোনালদো সিরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়ে ফেলেছেন এদিন।
১৯৮৮-৮৯ মৌসুমে ইউভেন্তুসের হয়ে ১২ গোল করেছিরেন রোনালদোর স্বদেশি রুই বারোস। রোনালদো অবশ্য মৌসুমের অর্ধেক সময়েই ছাড়িয়ে গেলেন তাকে।
তবে আক্ষেপও সঙ্গী হয়েছে রোনালদো ভক্তদের। এ ম্যাচে দুই গোল নিয়ে এ বছর রোনালদোর গোল সংখ্যা হলো ৫৩ ম্যাচে ৪৯টি। আরেকটি গোল হলেই এক পঞ্জিকা বর্ষে অষ্টমবারের মতো ৫০ গোলের কীর্তি হতো।
যে রেকর্ডটি এ বছরও করেছেন লিওনেল মেসি। এ বছর সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৪ ম্যাচে ৫১ গোল করে বছর শেষ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ২২:২৬

ইতালিয়ান লিগ সিরি আয় সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়ে বছর শেষ করেছে ইউভেন্তুস। শনিবার জোড়া গোল করে দলকে জয় উপহার দেন দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এই জয়ে একাধিক রেকর্ড গড়েছে ইউভেন্তুস। রেকর্ড গড়েছেন রোনালদোও।
এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরি আয় ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট ইউভেন্তুসের। ২০ দলের সিরি আয় মাঝ সময়ে যা সর্বোচ্চ পয়েন্টের নতুন রেকর্ড।
নিজেদের মাঠে মাত্র দুই মিনিটেই এদিন রোনালদো গোল করে এগিয়ে দেন ইউভেন্তুসকে। ফাবিও কুয়াইয়েরেল্লা পেনাল্টি থেকে গোল করে সাম্পদোরিয়ার পক্ষে ব্যবধান কমান। পরে ৬৫ মিনিটে স্পট কিক থেকে ২-১ গোলের জয় নিশ্চিত করেন রোনালদো।
মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল ১৯ ম্যাচে ১৭টিতেই জয় তুলে নেয়। বাকী দুই ম্যাচে ড্র করে তারা।
২০১৮ সালে ইউভেন্তুস ১০০ গোলের মাইলফলক পূরণ করেছে ম্যাচটিতে। এছাড়া এক বছরে ১০১ পয়েন্ট অর্জনের কৃতিত্বও দেখাল দলটি।
রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর সিরি আয় গোল পেতে শুরুতে লড়াই করতে হয়েছে রোনালদোকে। তবে এখন ছুটছেন দুর্বার গতিতে। ইউভেন্তুসের বড় ভরসার নামও রোনালদো। লিগে ঘরের মাঠে ইউভেন্তুসের সর্বশেষ ১০ ম্যাচের কমপক্ষে ৮টিতে সরাসরি গোলে অবদান রয়েছে রোনালদো।
ইতিমধ্যে সিরি আয় ১৪ গোল হয়ে গেছে রোনালদোর। লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে সি আর সেভেন। পর্তুগিজ হিসেবে রোনালদো সিরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়ে ফেলেছেন এদিন।
১৯৮৮-৮৯ মৌসুমে ইউভেন্তুসের হয়ে ১২ গোল করেছিরেন রোনালদোর স্বদেশি রুই বারোস। রোনালদো অবশ্য মৌসুমের অর্ধেক সময়েই ছাড়িয়ে গেলেন তাকে।
তবে আক্ষেপও সঙ্গী হয়েছে রোনালদো ভক্তদের। এ ম্যাচে দুই গোল নিয়ে এ বছর রোনালদোর গোল সংখ্যা হলো ৫৩ ম্যাচে ৪৯টি। আরেকটি গোল হলেই এক পঞ্জিকা বর্ষে অষ্টমবারের মতো ৫০ গোলের কীর্তি হতো।
যে রেকর্ডটি এ বছরও করেছেন লিওনেল মেসি। এ বছর সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৪ ম্যাচে ৫১ গোল করে বছর শেষ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।