মেলবোর্নে ভারতের জয়
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৫
ছবি: বিসিসিআই
চতুর্থ দিন দৃঢ়তা দেখালেও পঞ্চম ও শেষ দিন দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স ও নাথান লায়ন। মাত্র তিন রানের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট তুলে নিয়ে বক্সিং ডে টেস্টে দারুণ জয়ের আনন্দে মেতেছে ভারত। এগিয়ে গেছে সিরিজে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার স্বাগতিকদের ১৩৭ রানে হারায় বিরাট কোহলির দল। ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে চার ম্যাচের এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অতিথি দল।
৮ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া তিন রান যোগ করতেই হারায় বাকি দুই উইকেট। আগের দিন ৬১ রানে অপরাজিত থাকা কামিন্স আর দুই রান করতেই জাসপ্রিত বুমরাহর বলে চেতেশ্বর পুজারার হাতে ক্যাচ দেন। ১১৪ বলে খেলা কামিন্সের ৬৩ রানের ইনিংসে চার পাঁচটি, ছক্কা একটি।
পরের ওভারেই ইশান্ত শর্মার বলে নায়ন কট বিহাইন্ড হলে জয় নিশ্চিত হয় ভারতের। দুই ইনিংসে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বুমরাহ।
ব্রিসবেন টেস্টে ৩১ রানের জয়ে সিরিজে শুভ সূচনা করেছিল ভারত। কিন্তু পার্থ টেস্টে ১৪৬ রানের জয়ে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে জিতে আবার ব্যবধান তৈরী করল কোহলির দল।
বৃহস্পতিবার সিডনিতে হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৫

চতুর্থ দিন দৃঢ়তা দেখালেও পঞ্চম ও শেষ দিন দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স ও নাথান লায়ন। মাত্র তিন রানের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট তুলে নিয়ে বক্সিং ডে টেস্টে দারুণ জয়ের আনন্দে মেতেছে ভারত। এগিয়ে গেছে সিরিজে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার স্বাগতিকদের ১৩৭ রানে হারায় বিরাট কোহলির দল। ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুঁড়িয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে চার ম্যাচের এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অতিথি দল।
৮ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া তিন রান যোগ করতেই হারায় বাকি দুই উইকেট। আগের দিন ৬১ রানে অপরাজিত থাকা কামিন্স আর দুই রান করতেই জাসপ্রিত বুমরাহর বলে চেতেশ্বর পুজারার হাতে ক্যাচ দেন। ১১৪ বলে খেলা কামিন্সের ৬৩ রানের ইনিংসে চার পাঁচটি, ছক্কা একটি।
পরের ওভারেই ইশান্ত শর্মার বলে নায়ন কট বিহাইন্ড হলে জয় নিশ্চিত হয় ভারতের। দুই ইনিংসে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বুমরাহ।
ব্রিসবেন টেস্টে ৩১ রানের জয়ে সিরিজে শুভ সূচনা করেছিল ভারত। কিন্তু পার্থ টেস্টে ১৪৬ রানের জয়ে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে জিতে আবার ব্যবধান তৈরী করল কোহলির দল।
বৃহস্পতিবার সিডনিতে হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।