শ্রীলঙ্কাকে উড়িয়ে নিউজিল্যান্ডের রেকর্ড
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১২:২১
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার
শ্রীলঙ্কার বাকি চার উইকেট নিতে লেগেছে মাত্র ১৪ বল! তাতে ক্রাইস্টচার্চে বাধভাঙা উল্লাস মাতে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে নিজেদের ৮৮ বছরের ইতিহাসে টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড গড়েছে দলটি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারায় নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে নিজেদের করে নেওয়ার পাশাপাশি রেকর্ড বইয়ে নাম লেখালো কিউইরা। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর লঙ্কানদের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখল তারা।
জয়ের জন্য ৬৬০ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৬ উইকেটে ২৩১ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে অতিথি দল। দুই রান যোগ করতেই হারায় সপ্তম উইকেট। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন সুরেঙ্গা লাকমল (১৮)।
দলীয় ২৩৩ রানেই দিলরুয়ান পেরেরাকে নিল ওয়াগনার উইকেটছাড়া করলে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। তিন রান পরই বোল্টের বলে দুষ্মন্ত চামিরা এলবিডব্লিউর শিকার হলে গুঁড়িয়ে লঙ্কানদের প্রচেষ্টা।
অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এর আগে ওয়েলিংটনে দল দুটির মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১২:২১

শ্রীলঙ্কার বাকি চার উইকেট নিতে লেগেছে মাত্র ১৪ বল! তাতে ক্রাইস্টচার্চে বাধভাঙা উল্লাস মাতে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে নিজেদের ৮৮ বছরের ইতিহাসে টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড গড়েছে দলটি।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার শ্রীলঙ্কাকে ৪২৩ রানে হারায় নিউজিল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে নিজেদের করে নেওয়ার পাশাপাশি রেকর্ড বইয়ে নাম লেখালো কিউইরা। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর লঙ্কানদের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখল তারা।
জয়ের জন্য ৬৬০ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ২৩৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৬ উইকেটে ২৩১ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে অতিথি দল। দুই রান যোগ করতেই হারায় সপ্তম উইকেট। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন সুরেঙ্গা লাকমল (১৮)।
দলীয় ২৩৩ রানেই দিলরুয়ান পেরেরাকে নিল ওয়াগনার উইকেটছাড়া করলে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। তিন রান পরই বোল্টের বলে দুষ্মন্ত চামিরা এলবিডব্লিউর শিকার হলে গুঁড়িয়ে লঙ্কানদের প্রচেষ্টা।
অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এর আগে ওয়েলিংটনে দল দুটির মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়।