ভোট দেওয়ার পর সাকিব লিখলেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৫
ছবি: ফেসবুক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। রোববার নিজের ভোট প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সাকিবের ভোট প্রদানের ছবি সবার কৌতূহল জাগতেই পারে, কোথায় ভোট দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার? ছবিটির ক্যাপশন ভক্তদের সেই কৌতূহল মেটাতে যথেষ্ট।
সাকিব নিজের ভোট প্রদানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ অর্থাৎ এটা স্পষ্ট ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়েছেন সাকিব।
এর আগে অবশ্য আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতে দেখা গেছে সাকিবকে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হওয়ারও কথা ছিল তার। শেষ পর্যন্ত অবশ্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ক্রিকেট ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। রোববার নিজের ভোট প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সাকিবের ভোট প্রদানের ছবি সবার কৌতূহল জাগতেই পারে, কোথায় ভোট দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার? ছবিটির ক্যাপশন ভক্তদের সেই কৌতূহল মেটাতে যথেষ্ট।
সাকিব নিজের ভোট প্রদানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ অর্থাৎ এটা স্পষ্ট ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়েছেন সাকিব।
এর আগে অবশ্য আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতে দেখা গেছে সাকিবকে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হওয়ারও কথা ছিল তার। শেষ পর্যন্ত অবশ্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ক্রিকেট ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দিয়েছেন।