জয়ে ফিরল ম্যান সিটি
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:৫৭
ছবি: টুইটার
হঠাৎই পথ হারানো ম্যানচেস্টার সিটি কক্ষ পথে ফিরল আবার। টানা দুই হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
রোববার সাউথ্যাম্পটনকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারায় ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটেই ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গুয়ার্দিওলার দল। ৩৭ মিনিটে হয়বিয়ার্গ গোল করে সমতা এনে দেন সাউথ্যাম্পটনকে।
ম্যাচের ৪৫ মিনিটে সিটিকে গোল উপহার দেয় সাউথ্যাম্পটন। আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দলটির জেমস ওয়ার্ড-প্রউস। মিনিট খানিক পরই প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন সের্হিও আগুয়েরো। সিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
এরপর আর কোনো গোল হয়নি। স্বাগতিক সাউথ্যাম্পটন পারেনি ঘরের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমিল হয়বিয়ার্গ। সিটির জয় তাতে সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়।
দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়ে বছর শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।
লিগে ২০ ম্যাচে এটি ১৫তম জয় সিটির। ২টি ড্রর সঙ্গে ৩টি হার তাদের। ৪৭ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৭টি জয় ও ৩টি ড্র নিয়ে মোট ৫৪ পয়েন্ট তাদের।
সিটির চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। চারে থাকা চেলসি টটেনহ্যামের চেয়ে পিছিয়ে ২ পেয়েন্ট।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০১:৫৭

হঠাৎই পথ হারানো ম্যানচেস্টার সিটি কক্ষ পথে ফিরল আবার। টানা দুই হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
রোববার সাউথ্যাম্পটনকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারায় ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটেই ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গুয়ার্দিওলার দল। ৩৭ মিনিটে হয়বিয়ার্গ গোল করে সমতা এনে দেন সাউথ্যাম্পটনকে।
ম্যাচের ৪৫ মিনিটে সিটিকে গোল উপহার দেয় সাউথ্যাম্পটন। আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান দলটির জেমস ওয়ার্ড-প্রউস। মিনিট খানিক পরই প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন সের্হিও আগুয়েরো। সিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
এরপর আর কোনো গোল হয়নি। স্বাগতিক সাউথ্যাম্পটন পারেনি ঘরের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমিল হয়বিয়ার্গ। সিটির জয় তাতে সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়।
দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ৪-১ গোলে হারিয়ে বছর শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।
লিগে ২০ ম্যাচে এটি ১৫তম জয় সিটির। ২টি ড্রর সঙ্গে ৩টি হার তাদের। ৪৭ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৭টি জয় ও ৩টি ড্র নিয়ে মোট ৫৪ পয়েন্ট তাদের।
সিটির চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। চারে থাকা চেলসি টটেনহ্যামের চেয়ে পিছিয়ে ২ পেয়েন্ট।