বাবা হারালেন রশিদ খান
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:৫০
ছবি: টুইটার
বাবা হারিয়েছেন টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বোলার রশিদ খান। আফগানের তারকা এই লেগ স্পিনার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃবিয়োগের খবর জানিয়েছেন।
টুইটারে রশিদ লিখেছেন- “আমি আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবসময়কার প্রজ্জ্বললিত এক প্রদীপ বাবাকে হারালাম। আজ আমি বুঝলাম, কেন আপনি আমাকে সবসময় দৃঢ় হতে বলতেন। কারণ আপনি জানতেন, একদিন আপনাকে হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তি আমার দরকার হবে। আপনি সবসময় আমার প্রার্থনায় থাকবেন। আমি আপনাকে মিস করছি।”
বাবা হারানো রশিদকে সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের অনেকেই। আফগানিস্তান দলে সতীর্থ মোহাম্মদ নবী টুইটে রশিদ ও তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছেন।
রশিদ খান এই মুহূর্তে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলতে ব্যস্ত। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশে ফিরছেন ২০ বছর বয়সী আফগান স্পিনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের তরফেও টুইটারে সমবেদনা জানানো হয়েছে রশিদকে। সমবেদনা জানিয়েছে তাঁর কাউন্টি দল সাসেক্স ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদও।
বাবা হারানো রশিদ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে টুইট করেছেন কেভিন পিটারেসন, জেসন গিলেস্পি, ডিন জোনস, ইউসুফ পাঠানহ আরও অনেকে।
রশিদের প্রয়াত বাবা হাজী খলিলকে খাইবার জেলার জামরুদে সমাহিত করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১০:৫০

বাবা হারিয়েছেন টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বোলার রশিদ খান। আফগানের তারকা এই লেগ স্পিনার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃবিয়োগের খবর জানিয়েছেন।
টুইটারে রশিদ লিখেছেন- “আমি আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবসময়কার প্রজ্জ্বললিত এক প্রদীপ বাবাকে হারালাম। আজ আমি বুঝলাম, কেন আপনি আমাকে সবসময় দৃঢ় হতে বলতেন। কারণ আপনি জানতেন, একদিন আপনাকে হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তি আমার দরকার হবে। আপনি সবসময় আমার প্রার্থনায় থাকবেন। আমি আপনাকে মিস করছি।”

বাবা হারানো রশিদকে সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের অনেকেই। আফগানিস্তান দলে সতীর্থ মোহাম্মদ নবী টুইটে রশিদ ও তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছেন।
রশিদ খান এই মুহূর্তে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলতে ব্যস্ত। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশে ফিরছেন ২০ বছর বয়সী আফগান স্পিনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের তরফেও টুইটারে সমবেদনা জানানো হয়েছে রশিদকে। সমবেদনা জানিয়েছে তাঁর কাউন্টি দল সাসেক্স ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদও।
বাবা হারানো রশিদ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে টুইট করেছেন কেভিন পিটারেসন, জেসন গিলেস্পি, ডিন জোনস, ইউসুফ পাঠানহ আরও অনেকে।
রশিদের প্রয়াত বাবা হাজী খলিলকে খাইবার জেলার জামরুদে সমাহিত করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ।