বর্ষবরণে একসঙ্গে ‘বিরুশকা’
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৪
ছবি: কোহলির টুইটার
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে বক্সিং-ডে টেস্টে জয়ের পর মাতোয়ারা ভারত শিবির। বিরাট কোহলির উদযাপনটা একটু বেশিই। স্ত্রী আনুশকা শর্মার উদ্দেশে বর্ষবরণের সময় কাটাতে সিডনির উদ্দেশে উড়াল দিয়েছেন ভারত অধিনায়ক!
ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে এগিয়ে ২-১ ব্যবধানে। সিডনি টেস্ট শুরু হওয়ার আগে আছে ছোট্ট বিরতি।
বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হয়ে যাবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টে ভারত ড্র করতে পারলেই সিরিজ জয়ের উল্লাসে মাতবে ভারত। সময়টা আপন মনে কাটাবেন অধিনায়ক কোহলি।
নতুন বছরের শুরুটা বিশেষ মানুষের সঙ্গেই করতে চান কোহলি। সিডনির উদ্দেশে বিমান ধরে আনুশকার সঙ্গে ছবি টুইট করলেন তিনি। তাতে লিখেছেন, “সিডনির উদ্দেশে পাড়ি। আমার ‘ওয়ান অ্যান্ড অনলি’র সঙ্গে নতুন বছর শুরুর জন্য মুখিয়ে রয়েছি।”
বিবাহবার্ষিকীর সপ্তাহে কোহলির সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন অনুশকা। পরে ‘জিরো’ এর প্রচারের কাজে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। এবার বর্ষবরণে স্বামীকে সঙ্গ দিতে সিডনিতে গেলেন আনুশকা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে বক্সিং-ডে টেস্টে জয়ের পর মাতোয়ারা ভারত শিবির। বিরাট কোহলির উদযাপনটা একটু বেশিই। স্ত্রী আনুশকা শর্মার উদ্দেশে বর্ষবরণের সময় কাটাতে সিডনির উদ্দেশে উড়াল দিয়েছেন ভারত অধিনায়ক!
ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে এগিয়ে ২-১ ব্যবধানে। সিডনি টেস্ট শুরু হওয়ার আগে আছে ছোট্ট বিরতি।
বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হয়ে যাবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টে ভারত ড্র করতে পারলেই সিরিজ জয়ের উল্লাসে মাতবে ভারত। সময়টা আপন মনে কাটাবেন অধিনায়ক কোহলি।
নতুন বছরের শুরুটা বিশেষ মানুষের সঙ্গেই করতে চান কোহলি। সিডনির উদ্দেশে বিমান ধরে আনুশকার সঙ্গে ছবি টুইট করলেন তিনি। তাতে লিখেছেন, “সিডনির উদ্দেশে পাড়ি। আমার ‘ওয়ান অ্যান্ড অনলি’র সঙ্গে নতুন বছর শুরুর জন্য মুখিয়ে রয়েছি।”
বিবাহবার্ষিকীর সপ্তাহে কোহলির সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন অনুশকা। পরে ‘জিরো’ এর প্রচারের কাজে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। এবার বর্ষবরণে স্বামীকে সঙ্গ দিতে সিডনিতে গেলেন আনুশকা।