ওয়ানডেতে ২০১৮ সালের সেরা যারা
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২০:৩২
ছবি: আইসিসি
ওয়ানডেতে ২০১৮ সালে ব্যাট হাতে সবচেয়ে আলো কেড়েছেন ভারতের বিরাট কোহলি। বল হাতে উজ্জ্বল ছিলেন আফগানিস্তানের রশিদ খান। আর কয়েক ঘণ্টা পরই নতুন বছরকে স্বাগত জানাবে সবাই। নতুন বছরের আবাহনে মাতার আগে শেষ হতে চলা বছরে ওয়ানডেতে উজ্জ্বল ছিলেন যারা তাদের নিয়ে এই প্রতিবেদন।
সর্বোচ্চ রান : বিরাট কোহলি (১২০২)
ওয়ানডেতে ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ১২০২ রান করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে ১৭২ রান বেশি তার। রোহিত ১০৩০ রান করেছেন ১৯ ম্যাচে। অর্থাৎ কোহলি রোহিতের চেয়ে ৫ ম্যাচ কম খেলেও এত এগিয়ে।
১৪ ম্যাচের সব ক’টিতেই ব্যাট করেছেন কোহলি। ১৩৩.৫৫ গড়ে রান করেছেন, হাঁকিয়েছেন ৩ টি অর্ধশতক আর ৬টি শতক। বছরে সবচেয়ে বেশি শতকও তার। সর্বোচ্চ রান অপরাজিত ১৬০। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে এই ইনিংস খেলেন কোহলি। এ ছাড়া ঘরের মাঠে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪০ ও অপরাজিত ১৫৭ রানের ইনিংসও রয়েছে তার।
সর্বোচ্চ ইনিংস : ফখর জামান (অপরাজিত ২১০)
এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ফখর জামান। জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলেন ফখর। ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছক্কায় এই ইনিংস খেলেন পাকিস্তানি ওপেনার। তার ইনিংসে ভর করে ম্যাচটিতে ২৪৪ রানে জয় পায় পাকিস্তান। আগে ব্যাট করে ১ উইকেটে ৩৯৯ রান করেছিল পাকিস্তান। জবাবে ১৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি রস টেলরের। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ডানেডিনে অপরাজিত ১৮১ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়।
সর্বোচ্চ উইকেট : রশিদ খান (৪৮)
ওয়ানডেতে সবচেয়ে সফল বোলারের নাম রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার ২০ ম্যাচে ৪৮ উইকেট শিকার করেন। ৫ উইকেট নিয়েছেন ২ বার। ১ বার নিয়েছেন ৪ উইকেট। সেরা বোলিং ফিগার- ৫/২৪। ১৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে কুলদিপ যাদব।
সেরা বোলিং ফিগার: ইমরান তাহির (৬/২৪)
এ বছর ওয়ানডেতে সেরা বোলিং ফিগারটি ইমরান তাহিরের। অক্টোবরে ব্লুমফনটেইন জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এ বছর ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন আরো দুই বোলার। কুলদিপ যাদব ও আকিলা ধনাঞ্জয়া। তবে ভারতীয় স্পিনার কুলদিপ ইংল্যান্ডের বিপক্ষে তাহিরের চেয়ে ১ রান বেশি খরচ করেন। লঙ্কান স্পিনার আকিলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নিতে ব্যয় করেন ২৯ রান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২০:৩২

ওয়ানডেতে ২০১৮ সালে ব্যাট হাতে সবচেয়ে আলো কেড়েছেন ভারতের বিরাট কোহলি। বল হাতে উজ্জ্বল ছিলেন আফগানিস্তানের রশিদ খান। আর কয়েক ঘণ্টা পরই নতুন বছরকে স্বাগত জানাবে সবাই। নতুন বছরের আবাহনে মাতার আগে শেষ হতে চলা বছরে ওয়ানডেতে উজ্জ্বল ছিলেন যারা তাদের নিয়ে এই প্রতিবেদন।

সর্বোচ্চ রান : বিরাট কোহলি (১২০২)
ওয়ানডেতে ২০১৮ সালে ১৪ ম্যাচ খেলে ১২০২ রান করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে ১৭২ রান বেশি তার। রোহিত ১০৩০ রান করেছেন ১৯ ম্যাচে। অর্থাৎ কোহলি রোহিতের চেয়ে ৫ ম্যাচ কম খেলেও এত এগিয়ে।
১৪ ম্যাচের সব ক’টিতেই ব্যাট করেছেন কোহলি। ১৩৩.৫৫ গড়ে রান করেছেন, হাঁকিয়েছেন ৩ টি অর্ধশতক আর ৬টি শতক। বছরে সবচেয়ে বেশি শতকও তার। সর্বোচ্চ রান অপরাজিত ১৬০। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে এই ইনিংস খেলেন কোহলি। এ ছাড়া ঘরের মাঠে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪০ ও অপরাজিত ১৫৭ রানের ইনিংসও রয়েছে তার।

সর্বোচ্চ ইনিংস : ফখর জামান (অপরাজিত ২১০)
এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ফখর জামান। জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলেন ফখর। ১৫৬ বলে ২৪ চার ও ৫ ছক্কায় এই ইনিংস খেলেন পাকিস্তানি ওপেনার। তার ইনিংসে ভর করে ম্যাচটিতে ২৪৪ রানে জয় পায় পাকিস্তান। আগে ব্যাট করে ১ উইকেটে ৩৯৯ রান করেছিল পাকিস্তান। জবাবে ১৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি রস টেলরের। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ডানেডিনে অপরাজিত ১৮১ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়।

সর্বোচ্চ উইকেট : রশিদ খান (৪৮)
ওয়ানডেতে সবচেয়ে সফল বোলারের নাম রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার ২০ ম্যাচে ৪৮ উইকেট শিকার করেন। ৫ উইকেট নিয়েছেন ২ বার। ১ বার নিয়েছেন ৪ উইকেট। সেরা বোলিং ফিগার- ৫/২৪। ১৯ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে কুলদিপ যাদব।

সেরা বোলিং ফিগার: ইমরান তাহির (৬/২৪)
এ বছর ওয়ানডেতে সেরা বোলিং ফিগারটি ইমরান তাহিরের। অক্টোবরে ব্লুমফনটেইন জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে নিয়েছিলেন ৬ উইকেট। এ বছর ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেছেন আরো দুই বোলার। কুলদিপ যাদব ও আকিলা ধনাঞ্জয়া। তবে ভারতীয় স্পিনার কুলদিপ ইংল্যান্ডের বিপক্ষে তাহিরের চেয়ে ১ রান বেশি খরচ করেন। লঙ্কান স্পিনার আকিলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নিতে ব্যয় করেন ২৯ রান।