নববর্ষে মাতোয়ারা ‘বিরুশকা’
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১০:৪৫
কোহলির টুইটার থেকে নেওয়া ছবি।
স্ত্রী আনুশকাকে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি। সিডনির রাস্তায় উদযাপনে মাতলেন তারা। নববর্ষের রাতে ‘বিরুশকা’ দম্পতি ঘুরে বেড়িয়েন সিডনির ওপেরা হাউজের সামনে।
মেলবোর্ন টেস্ট জিতে দেশবাসীকে নতুন বছরের উপহারটা আগেই দিয়ে দিয়েছেন কোহলির ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে তারা। এবার সিডনির রাস্তায় আনুশকার সঙ্গে বছরের প্রথম ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন কোহলি।
সিডনিতে বৃহস্পতিবার শুরু হবে সিরিজের শেষ টেস্ট। আগেভাগেই এই শহরে চলে এসেছে ভারত দল। নতুন বছরের শুরুটা স্বামীর সঙ্গে কাটাতে সিডনিতে চলে আসেন আনুশকাও।
স্ত্রীর সঙ্গে বর্ষবরণ উদযাপনের দুটি ছবি টুইটারে পোস্ট করেছেন কোহলি। ওপেরা হাউজের সামনে খুব অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে তাদের। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে টিম ইন্ডিয়া অধিনায়ক লিখেছেন- “অস্ট্রেলিয়া থেকে দেশের ও বিদেশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা সবার জন্য অসাধারণ একটি বছর নিয়ে আসুক।”
বিবাহবার্ষিকীর সপ্তাহে কোহলির সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন অনুশকা। পরে ‘জিরো’ এর প্রচারের কাজে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১০:৪৫

স্ত্রী আনুশকাকে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি। সিডনির রাস্তায় উদযাপনে মাতলেন তারা। নববর্ষের রাতে ‘বিরুশকা’ দম্পতি ঘুরে বেড়িয়েন সিডনির ওপেরা হাউজের সামনে।
মেলবোর্ন টেস্ট জিতে দেশবাসীকে নতুন বছরের উপহারটা আগেই দিয়ে দিয়েছেন কোহলির ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে তারা। এবার সিডনির রাস্তায় আনুশকার সঙ্গে বছরের প্রথম ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন কোহলি।
সিডনিতে বৃহস্পতিবার শুরু হবে সিরিজের শেষ টেস্ট। আগেভাগেই এই শহরে চলে এসেছে ভারত দল। নতুন বছরের শুরুটা স্বামীর সঙ্গে কাটাতে সিডনিতে চলে আসেন আনুশকাও।
স্ত্রীর সঙ্গে বর্ষবরণ উদযাপনের দুটি ছবি টুইটারে পোস্ট করেছেন কোহলি। ওপেরা হাউজের সামনে খুব অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে তাদের। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে টিম ইন্ডিয়া অধিনায়ক লিখেছেন- “অস্ট্রেলিয়া থেকে দেশের ও বিদেশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সৃষ্টিকর্তা সবার জন্য অসাধারণ একটি বছর নিয়ে আসুক।”
বিবাহবার্ষিকীর সপ্তাহে কোহলির সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন অনুশকা। পরে ‘জিরো’ এর প্রচারের কাজে দেশে ফিরে আসতে হয়েছিল তাকে।