বুমরাহ আমাকে ভুল প্রমাণিত করেছে: কপিল দেব
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:০৩
ছবি: বিসিসিআই টুইটার
জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত পারফরম্যান্সে তার ব্যাপারে নিজের ধারণা পাল্টে গেছে বলে জানিয়েছেন ভারতের সাবেক তারকা পেসার ও অধিনায়ক কপিল দেব।
অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের চলতি টেস্ট সিরিজে দারুণ খেলছেন বুমবাহ। এরই মধ্যে তিন টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ২০ উইকেট। সবশেষ মেলবোর্ন টেস্টে দুই ইনিংসে নেন ৯ উইকেট। এই টেস্টে ১৩৭ রানের জয় নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল।
মেলবোর্নে বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ কপিল। তরুণ এই পেসার সম্পর্কে ভুল ধারণা ছিল বলে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন ভারতকে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
“আমি আপনাকে বলতে চাই, বুমরাহ আমাকে ভুল প্রমাণিত করেছে। তাকে প্রথমবার দেখে আমি মনে করেছিলাম, এই ধরনের অ্যাকশন নিয়ে সে দীর্ঘদিন টিকতে পারবে না। কিন্তু সে পেরেছে। তাকে টুপিখোলা অভিনন্দন।”
“অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সত্যিকার অর্থেই আমি তার প্রশংসা করছি। এতে তার মনোবল আরও দৃঢ় হবে।”
এর আগে ১৯৮১ সালে মেলবোর্নে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল ভারত। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮ রানে পাঁচ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন কপিল। ৩৭ বছর পর এই ভেন্যুতে ভারতের জয়ে বুমরাহর অবদানই বেশি দেখছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
বুমবারহর বোলিং অ্যাকশনের প্রশংসা করে কপিল বলেন, “আমি মনে করি, সে অসাধারণ বোলার। এই অল্প রান-আপে সে যদি ১৪০ এর বেশি গতি তুলতে পারে তাকে আপনার সমীহ করতেই হবে। সে বিশেষ একজন। এমন ধরনের বোলার খুবই কম।”
“বুমরাহ নতুন-পুরাতন উভয় বলেই ভালো করে। সে অসাধারণ বাউন্সার দেয়, যা প্রতিপক্ষকে বিস্মিত করে। বোলিংয়ে সে খুবই নিখুঁত। বোলিংয়ে সে তার মনটাকেও কাজে লাগাতে পারে। এসবকিছু তাকে বর্তমান বিশ্বে অন্যতম সেরা বোলারে পরিণত করেছে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:০৩

জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত পারফরম্যান্সে তার ব্যাপারে নিজের ধারণা পাল্টে গেছে বলে জানিয়েছেন ভারতের সাবেক তারকা পেসার ও অধিনায়ক কপিল দেব।
অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের চলতি টেস্ট সিরিজে দারুণ খেলছেন বুমবাহ। এরই মধ্যে তিন টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ২০ উইকেট। সবশেষ মেলবোর্ন টেস্টে দুই ইনিংসে নেন ৯ উইকেট। এই টেস্টে ১৩৭ রানের জয় নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল।
মেলবোর্নে বুমরাহর পারফরম্যান্সে মুগ্ধ কপিল। তরুণ এই পেসার সম্পর্কে ভুল ধারণা ছিল বলে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন ভারতকে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
“আমি আপনাকে বলতে চাই, বুমরাহ আমাকে ভুল প্রমাণিত করেছে। তাকে প্রথমবার দেখে আমি মনে করেছিলাম, এই ধরনের অ্যাকশন নিয়ে সে দীর্ঘদিন টিকতে পারবে না। কিন্তু সে পেরেছে। তাকে টুপিখোলা অভিনন্দন।”
“অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সত্যিকার অর্থেই আমি তার প্রশংসা করছি। এতে তার মনোবল আরও দৃঢ় হবে।”
এর আগে ১৯৮১ সালে মেলবোর্নে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল ভারত। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮ রানে পাঁচ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন কপিল। ৩৭ বছর পর এই ভেন্যুতে ভারতের জয়ে বুমরাহর অবদানই বেশি দেখছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
বুমবারহর বোলিং অ্যাকশনের প্রশংসা করে কপিল বলেন, “আমি মনে করি, সে অসাধারণ বোলার। এই অল্প রান-আপে সে যদি ১৪০ এর বেশি গতি তুলতে পারে তাকে আপনার সমীহ করতেই হবে। সে বিশেষ একজন। এমন ধরনের বোলার খুবই কম।”
“বুমরাহ নতুন-পুরাতন উভয় বলেই ভালো করে। সে অসাধারণ বাউন্সার দেয়, যা প্রতিপক্ষকে বিস্মিত করে। বোলিংয়ে সে খুবই নিখুঁত। বোলিংয়ে সে তার মনটাকেও কাজে লাগাতে পারে। এসবকিছু তাকে বর্তমান বিশ্বে অন্যতম সেরা বোলারে পরিণত করেছে।”