এমবাপে-নেইমারে রোনালদো দেখছেন বুফ্ফন
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৯
ছবি: পিএসজি টুইটার
পিএসজিতে দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন জানলুইজি বুফ্ফন। অভিজ্ঞ গোলরক্ষকের মতে, এই দুই ফরোয়ার্ড পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর মানের খেলোয়াড়।
গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে ইউভেন্তুসে নাম লেখান রোনালদো। মৌসুম শেষে ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমান বুফ্ফন। ইউভেন্তুস না ছাড়লে সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর সঙ্গেই খেলতে পারতেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
তাতে আফসোস নেই বুফ্ফনের। তার দৃষ্টিতে বরং পিএসজির আক্রমণভাগের তারকা দুই ফুটবলার এমবাপে ও নেইমার রোনালদোর মানেরই।
“আমি অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। আমি সবসময় রোনালদোসহ সেরাদের সঙ্গে নিজেকে পরীক্ষা করতে চাই।”
“ব্যাপারটা এমন নয় যে, প্যারিসে তেমন কেউ নেই। এমবাপে ও নেইমার রোনালদোর মানের খেলোয়াড়।”
চলতি মৌসুমেই রোনালদোর সঙ্গে মাঠের লড়াইয়ে দেখা হয়ে যেতে পারে বুফ্ফনের। চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারে সেই সুযোগ। মুখোমুখি পড়ে যেতে পারে পিএসজি-ইউভেন্তুস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৯

পিএসজিতে দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন জানলুইজি বুফ্ফন। অভিজ্ঞ গোলরক্ষকের মতে, এই দুই ফরোয়ার্ড পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর মানের খেলোয়াড়।
গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে ইউভেন্তুসে নাম লেখান রোনালদো। মৌসুম শেষে ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টেনে পিএসজিতে পাড়ি জমান বুফ্ফন। ইউভেন্তুস না ছাড়লে সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর সঙ্গেই খেলতে পারতেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
তাতে আফসোস নেই বুফ্ফনের। তার দৃষ্টিতে বরং পিএসজির আক্রমণভাগের তারকা দুই ফুটবলার এমবাপে ও নেইমার রোনালদোর মানেরই।
“আমি অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। আমি সবসময় রোনালদোসহ সেরাদের সঙ্গে নিজেকে পরীক্ষা করতে চাই।”
“ব্যাপারটা এমন নয় যে, প্যারিসে তেমন কেউ নেই। এমবাপে ও নেইমার রোনালদোর মানের খেলোয়াড়।”
চলতি মৌসুমেই রোনালদোর সঙ্গে মাঠের লড়াইয়ে দেখা হয়ে যেতে পারে বুফ্ফনের। চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারে সেই সুযোগ। মুখোমুখি পড়ে যেতে পারে পিএসজি-ইউভেন্তুস।