গ্রুপ পর্ব পেরিয়ে ‘সুপার টুয়েলভস’ খেলতে হবে বাংলাদেশকে
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ২১:০৯
ছবি: আইসিসি
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে সাকিব আল হাসানের দলকে ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলতে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসতে হবে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্বাগতিক অস্ট্রেলিয়াসহ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে।
তবে ঠিক দশ নম্বরে থাকা বাংলাদেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেললেও গ্রুপ পর্বে অংশ নিতে হবে। কারণ সেরা আটে থাকা দলগুলো ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলবে সরাসরি। নয় ও দশে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশকে সুপার টুয়েলভস খেলতে গ্রুপ পর্ব পেরোতে হবে।
এই দুই দলের সঙ্গে ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে আসা ছয়টি দল নিয়ে হবে গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল সুযোগ পাবে সুপার টুয়েলভসে খেলার সুযোগ।
সরাসরি ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ২১:০৯

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে সাকিব আল হাসানের দলকে ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলতে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসতে হবে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্বাগতিক অস্ট্রেলিয়াসহ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে।
তবে ঠিক দশ নম্বরে থাকা বাংলাদেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেললেও গ্রুপ পর্বে অংশ নিতে হবে। কারণ সেরা আটে থাকা দলগুলো ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলবে সরাসরি। নয় ও দশে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশকে সুপার টুয়েলভস খেলতে গ্রুপ পর্ব পেরোতে হবে।
এই দুই দলের সঙ্গে ২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্ব পেরিয়ে আসা ছয়টি দল নিয়ে হবে গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল সুযোগ পাবে সুপার টুয়েলভসে খেলার সুযোগ।
সরাসরি ‘সুপার টুয়েলভস’ পর্বে খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।