সুপার টুয়েলভসে খেলতে না পারার কারণ দেখি না: সাকিব
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬
সাকিব আল হাসান। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভসে খেলতে পারবে না টাইগাররা। নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে না পারায় এই যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছ বাংলাদেশ।
তবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ঠিকেই সুপার টুয়েলভসে খেলবে তার দল।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে অংশ নেবে ১৬টি দল। ৩১ ডিসেম্বর, ২০১৮ এর মধ্যে সেরা দশে থাকা দলগুলো সরাসরি খেলবে মূল পর্বে।
সেখান থেকে সেরা আটে থাকা দলগুলো সরাসরি খেলবে দ্বিতীয় পর্ব অথবা সুপার টুয়েলভসে। আর বাকি দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে আসা ৬ দলের সঙ্গে। বাছাই পর্ব শেষে সেরা চারটি দলটি সুপার টুয়েলভসে খেলবে।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটি চূড়ান্ত করে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আইসিসিকে বলেছেন, ‘‘আমরা সরাসরি সুপার টুয়েলভস পর্বে খেলতে পারব না। কিন্তু আমি আত্মবিশ্বাসী গ্রুপ পর্ব পেরিয়ে আমরা এই আসরে ভালো খেলব।’’
‘‘আমরা এমন একটা দল নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। এবং টুর্নামেন্টে সামনে এগিয়ে না যাওয়ার আমি কোনো কারণ দেখি না। এখনো কিছু সময় হাতে আছে। আমরা এটি কাজে লাগিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে চাই।’’
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। এমনকি তাদেরই মাঠে যারা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন। এই পারফরম্যান্স টি-টোয়েন্টির সামর্থ্য নিয়ে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। ’’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলতে হবে বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভসে খেলতে পারবে না টাইগাররা। নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে না পারায় এই যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছ বাংলাদেশ।
তবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ঠিকেই সুপার টুয়েলভসে খেলবে তার দল।
২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া আসরে অংশ নেবে ১৬টি দল। ৩১ ডিসেম্বর, ২০১৮ এর মধ্যে সেরা দশে থাকা দলগুলো সরাসরি খেলবে মূল পর্বে।
সেখান থেকে সেরা আটে থাকা দলগুলো সরাসরি খেলবে দ্বিতীয় পর্ব অথবা সুপার টুয়েলভসে। আর বাকি দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা গ্রুপ পর্বে অংশ নেবে বাছাই পর্ব পেরিয়ে আসা ৬ দলের সঙ্গে। বাছাই পর্ব শেষে সেরা চারটি দলটি সুপার টুয়েলভসে খেলবে।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটি চূড়ান্ত করে। বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আইসিসিকে বলেছেন, ‘‘আমরা সরাসরি সুপার টুয়েলভস পর্বে খেলতে পারব না। কিন্তু আমি আত্মবিশ্বাসী গ্রুপ পর্ব পেরিয়ে আমরা এই আসরে ভালো খেলব।’’
‘‘আমরা এমন একটা দল নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। এবং টুর্নামেন্টে সামনে এগিয়ে না যাওয়ার আমি কোনো কারণ দেখি না। এখনো কিছু সময় হাতে আছে। আমরা এটি কাজে লাগিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভালো করতে চাই।’’
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছি। এমনকি তাদেরই মাঠে যারা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন। এই পারফরম্যান্স টি-টোয়েন্টির সামর্থ্য নিয়ে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে। ’’