গুরু আচরেকারকে হারালেন টেন্ডুলকার
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬
ছবি: টুইটার
শচীন টেন্ডুলকারের গুরু রামাকান্ত আচরেকার আর নেই। বুধবার ৮৭ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তিনি। মুম্বাইয়ে এই কোচের হাতেই ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীনের।
বেশ কিছু দিন ধরেই বার্ধক্য জনিত নানা রোগে ভোগ ছিলেন আচরেকার। এদিন নিজ বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। আচরেকারের আত্মীয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও আচরেকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৩২ সালে জন্ম আচরেকারের। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী সম্মাননাও।
সারদাশ্রম বিদ্যালয়ে মহান এই কোচের সঙ্গে শচীনকে পরিচয় করিয়ে দেন তার বড় ভাই অজিত টেন্ডুলকার। এরপর আচরেকারের হাতেই গড়ে উঠেছেন শচীন। ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেও শচীন কখনো ভোলেননি শুরুকে।
শুধু শচীন নয়। বিনোদ কাম্বলি, প্রভিন আমরি, সমির ডিগে, বলবিন্দর সন্দু মতো তারকারও গড়ে উঠা আচরেকারের হতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২২:৩৬

শচীন টেন্ডুলকারের গুরু রামাকান্ত আচরেকার আর নেই। বুধবার ৮৭ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তিনি। মুম্বাইয়ে এই কোচের হাতেই ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীনের।
বেশ কিছু দিন ধরেই বার্ধক্য জনিত নানা রোগে ভোগ ছিলেন আচরেকার। এদিন নিজ বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। আচরেকারের আত্মীয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও আচরেকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৩২ সালে জন্ম আচরেকারের। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী সম্মাননাও।
সারদাশ্রম বিদ্যালয়ে মহান এই কোচের সঙ্গে শচীনকে পরিচয় করিয়ে দেন তার বড় ভাই অজিত টেন্ডুলকার। এরপর আচরেকারের হাতেই গড়ে উঠেছেন শচীন। ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেও শচীন কখনো ভোলেননি শুরুকে।
শুধু শচীন নয়। বিনোদ কাম্বলি, প্রভিন আমরি, সমির ডিগে, বলবিন্দর সন্দু মতো তারকারও গড়ে উঠা আচরেকারের হতে।