প্রতিপক্ষের মাঠে সমর্থকদের শ্রদ্ধায় অভিভূত মেসি
অনলাইন ডেস্ক | ১৮ মার্চ, ২০১৯ ১৫:০৩
রিয়াল বেতিসের মাঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন বার্সেলোনা তারকা মেসি। ছবি: এএফপি
হ্যাটট্রিক করে লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে দেওয়ার পরও দলটির সমর্থকদের শ্রদ্ধায় ভেসেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেসির অসাধারণ নৈপুণ্যে রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে বেতিসকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। তিনটি গোল করে দ্যুতি ছড়ান কাতালান ক্লাবটির অধিনায়ক মেসি।
লা লিগায় ৩৩তম হ্যাটটিকের দেখা পাওয়া মেসিকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন বেতিস সমর্থকরা। এমন অভিবাদন এর আগে আর পাননি বলে জানালেন পাঁচবারের বর্ষমেরা ফুটবলার।
“সত্যি বলতে এর আগে এমনটি হয়েছে কি-না আমি মনে করতে পারছি না। (বেতিস) সমর্থকদের এমন প্রতিক্রিয়ায় আমি কৃতজ্ঞ। যখনই এই স্টেডিয়ামে খেলতে আসি তারা আমাদের সাথে খুব ভালো আচরণ করে। আমি খুবই কৃতজ্ঞ।”
“গোলগুলো অসাধারণ হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনটি পয়েন্ট। ব্যবধান বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটি সুযোগ ছিল।”
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৮ মার্চ, ২০১৯ ১৫:০৩

হ্যাটট্রিক করে লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে দেওয়ার পরও দলটির সমর্থকদের শ্রদ্ধায় ভেসেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেসির অসাধারণ নৈপুণ্যে রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে বেতিসকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। তিনটি গোল করে দ্যুতি ছড়ান কাতালান ক্লাবটির অধিনায়ক মেসি।
লা লিগায় ৩৩তম হ্যাটটিকের দেখা পাওয়া মেসিকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন বেতিস সমর্থকরা। এমন অভিবাদন এর আগে আর পাননি বলে জানালেন পাঁচবারের বর্ষমেরা ফুটবলার।
“সত্যি বলতে এর আগে এমনটি হয়েছে কি-না আমি মনে করতে পারছি না। (বেতিস) সমর্থকদের এমন প্রতিক্রিয়ায় আমি কৃতজ্ঞ। যখনই এই স্টেডিয়ামে খেলতে আসি তারা আমাদের সাথে খুব ভালো আচরণ করে। আমি খুবই কৃতজ্ঞ।”
“গোলগুলো অসাধারণ হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনটি পয়েন্ট। ব্যবধান বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটি সুযোগ ছিল।”