‘আমার সৌভাগ্য, প্রতি মৌসুমের মেসির মুখোমুখি হতে হয় না’
অনলাইন ডেস্ক | ৩ মে, ২০১৯ ১১:১৪
লিওনেল মেসি। ছবি: এএফপি
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নৈপুণ্য দেখে মুগ্ধ লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। প্রতি মৌসুমে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের মুখোমুখি হতে হয় না বলে নিজেকে ভাগ্যবান ভাবছেন তিনি।
বুধবার ক্লাব ফুটবলে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে বার্সেলোনার মাঠে খেলতে গিয়ে ৩-০ গোলের হার নিয়ে ফেরে লিভারপুল। ম্যাচটিতে প্রথমার্ধে কোনো রকমে আটকে রাখতে পারলে দ্বিতীয়ার্ধে আর পারেননি ফন ডাইকরা। শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন বার্সেলোনা অধিনায়ক মেসি। এর মধ্যে তার দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের কারণেই লিভারপুলের ফাইনালের ওঠার সম্ভাবনা খুব কঠিন হয়ে গেল বৈকি। এমন অবস্থায় ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে নিজেদের মাঠে অসাধ্য সাধন করতে হবে অল রেডদের।
এবারের ইংলিশ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফন ডাইক। ডাচ এই সেন্টার-ব্যাকের মতে, মেসিকে রোখা তার পক্ষে কঠিন। বরং প্রতি মৌসুমে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মুখোমুখি হতে হচ্ছে না বলে নিজেকে ধন্য মনে করছেন ফন ডাইক।
“আপনি যখন মেসির মুখোমুখি হবেন এবং সে তার সেরা ফর্মে থাকবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। আমি সৌভাগ্যবান যে, আমি স্পেনে খেলি না। প্রতি মৌসুমে তার মুখোমুখি হতে হয় না।”
এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। ক্লাব ফুটবলে স্পর্শ করেছেন ৬০০ গোলের মাইলফলক। চলতি মৌসুমে এরই মধ্যে ৪৬ ম্যাচে করেছেন ৪৮ গোল।
মেসির নৈপুণ্যে বার্সেলোনাও আছে দারুণ ছন্দে। এরই মধ্যে লা লিগা শিরোপা জেতা কাতালান ক্লাবটি চলছে ট্রেবল শিরোপা জয়ের দিকে।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ৩ মে, ২০১৯ ১১:১৪

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নৈপুণ্য দেখে মুগ্ধ লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। প্রতি মৌসুমে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের মুখোমুখি হতে হয় না বলে নিজেকে ভাগ্যবান ভাবছেন তিনি।
বুধবার ক্লাব ফুটবলে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে বার্সেলোনার মাঠে খেলতে গিয়ে ৩-০ গোলের হার নিয়ে ফেরে লিভারপুল। ম্যাচটিতে প্রথমার্ধে কোনো রকমে আটকে রাখতে পারলে দ্বিতীয়ার্ধে আর পারেননি ফন ডাইকরা। শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন বার্সেলোনা অধিনায়ক মেসি। এর মধ্যে তার দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের কারণেই লিভারপুলের ফাইনালের ওঠার সম্ভাবনা খুব কঠিন হয়ে গেল বৈকি। এমন অবস্থায় ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে নিজেদের মাঠে অসাধ্য সাধন করতে হবে অল রেডদের।
এবারের ইংলিশ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফন ডাইক। ডাচ এই সেন্টার-ব্যাকের মতে, মেসিকে রোখা তার পক্ষে কঠিন। বরং প্রতি মৌসুমে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের মুখোমুখি হতে হচ্ছে না বলে নিজেকে ধন্য মনে করছেন ফন ডাইক।
“আপনি যখন মেসির মুখোমুখি হবেন এবং সে তার সেরা ফর্মে থাকবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। আমি সৌভাগ্যবান যে, আমি স্পেনে খেলি না। প্রতি মৌসুমে তার মুখোমুখি হতে হয় না।”
এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন মেসি। ক্লাব ফুটবলে স্পর্শ করেছেন ৬০০ গোলের মাইলফলক। চলতি মৌসুমে এরই মধ্যে ৪৬ ম্যাচে করেছেন ৪৮ গোল।
মেসির নৈপুণ্যে বার্সেলোনাও আছে দারুণ ছন্দে। এরই মধ্যে লা লিগা শিরোপা জেতা কাতালান ক্লাবটি চলছে ট্রেবল শিরোপা জয়ের দিকে।