ইংল্যান্ডের অতিরিক্ত সময়ের ভুলে ফাইনালে নেদারল্যান্ডস
অনলাইন ডেস্ক | ৭ জুন, ২০১৯ ১১:১৯
অতিরিক্ত সময়ে দৃষ্টিকটু ভুল করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠতে পারল না ইংল্যান্ড। পর্তুগালের গিমারাইসে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংলিশদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে নেদারল্যান্ডস।
আগামী রোববার পোর্তোয় প্রতিযোগিতাটির অভিষেক আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস।
এই নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচের তিনটিতেই হারল ইংলিশরা।
এদিন ৩২তম মিনিটে র্যাশফোর্ডের স্পট কিক থেকে এগিয়ে যায় ইংল্যান্ড। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী র্যাশফোর্ডের এটি ৩২ ম্যাচে সপ্তম গোল। এর মধ্যে চারটি গোল করেছেন শেষ সাত ম্যাচে।
৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট।
৮৩তম মিনিটে জেসি লিনগার্ড জালে বল পাঠালে উল্লাসে মাতে ইংল্যান্ড। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
এই সময়ে মারাত্মক দুটি ভুল করে বসে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা।
৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।
১১৪তম মিনিটে আসে ডাচদের তৃতীয় গোলে। বল বিপদমুক্ত না করে ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন ডিফেন্ডার স্টোনস। বার্কলি আবার ডি-বক্সেই বল বাড়ান। আর তা ধরে পেনাল্টি স্পটের কাছে বাড়ান ডিপাই। জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন প্রোমেস।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ৭ জুন, ২০১৯ ১১:১৯
অতিরিক্ত সময়ে দৃষ্টিকটু ভুল করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠতে পারল না ইংল্যান্ড। পর্তুগালের গিমারাইসে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংলিশদের ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে নেদারল্যান্ডস।
আগামী রোববার পোর্তোয় প্রতিযোগিতাটির অভিষেক আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস।
এই নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচের তিনটিতেই হারল ইংলিশরা।
এদিন ৩২তম মিনিটে র্যাশফোর্ডের স্পট কিক থেকে এগিয়ে যায় ইংল্যান্ড। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী র্যাশফোর্ডের এটি ৩২ ম্যাচে সপ্তম গোল। এর মধ্যে চারটি গোল করেছেন শেষ সাত ম্যাচে।
৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট।
৮৩তম মিনিটে জেসি লিনগার্ড জালে বল পাঠালে উল্লাসে মাতে ইংল্যান্ড। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
এই সময়ে মারাত্মক দুটি ভুল করে বসে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা।
৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।
১১৪তম মিনিটে আসে ডাচদের তৃতীয় গোলে। বল বিপদমুক্ত না করে ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন ডিফেন্ডার স্টোনস। বার্কলি আবার ডি-বক্সেই বল বাড়ান। আর তা ধরে পেনাল্টি স্পটের কাছে বাড়ান ডিপাই। জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন প্রোমেস।