বার্সাকে ফাঁকি দিয়ে ‘জাপানি মেসিকে’ নিয়ে গেল রিয়াল
অনলাইন ডেস্ক | ১৪ জুন, ২০১৯ ১৮:৩৩
২০১৪ সালে জাপানের এক বিস্ময়বালককে দলে ভিড়িয়ে নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা পেতে হয়েছিল বার্সাকে। প্রায় পাঁচ বছর বাদে ‘মেসি’ খ্যাত সেই টেকফুসা কুবোকে কিনে নিল স্পেনের আরেক বড় দল রিয়াল মাদ্রিদ।
বার্সা যখন কুবোর সঙ্গে চুক্তি করে, তখন তার বয়স কম ছিল। তাই ফিফা তাকে দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেয়। সেই সময় ব্যর্থ হয়েও বার্সা হাল ছাড়েনি। এতদিন নজরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই মিলিয়ন ইউরোতে জাপানের টোকিও এফসি থেকে ছয় বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে রিয়াল।
মার্কা জানিয়েছে, কুবো সামনের মৌসুম থেকে রিয়ালের যুবদলে খেলবেন। বছরে পাবেন এক মিলিয়ন ইউরো। যুবদলে খেলার পাশাপাশি জিনেদিন জিদানের সিনিয়র দলের সঙ্গেও অনুশীলন করবেন তিনি।
১৮ বছর বয়সী এই তরুণ চলতি মাসের শুরুতে জাপানের জাতীয় দলের হয়ে মাঠে নামেন। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও আছেন তিনি।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৪ জুন, ২০১৯ ১৮:৩৩

২০১৪ সালে জাপানের এক বিস্ময়বালককে দলে ভিড়িয়ে নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা পেতে হয়েছিল বার্সাকে। প্রায় পাঁচ বছর বাদে ‘মেসি’ খ্যাত সেই টেকফুসা কুবোকে কিনে নিল স্পেনের আরেক বড় দল রিয়াল মাদ্রিদ।
বার্সা যখন কুবোর সঙ্গে চুক্তি করে, তখন তার বয়স কম ছিল। তাই ফিফা তাকে দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেয়। সেই সময় ব্যর্থ হয়েও বার্সা হাল ছাড়েনি। এতদিন নজরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই মিলিয়ন ইউরোতে জাপানের টোকিও এফসি থেকে ছয় বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে রিয়াল।
মার্কা জানিয়েছে, কুবো সামনের মৌসুম থেকে রিয়ালের যুবদলে খেলবেন। বছরে পাবেন এক মিলিয়ন ইউরো। যুবদলে খেলার পাশাপাশি জিনেদিন জিদানের সিনিয়র দলের সঙ্গেও অনুশীলন করবেন তিনি।
১৮ বছর বয়সী এই তরুণ চলতি মাসের শুরুতে জাপানের জাতীয় দলের হয়ে মাঠে নামেন। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও আছেন তিনি।
শেয়ার করুন