ইতিহাস গড়া রোমানকে সংবর্ধনা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২০:৪০
রোমান সানা। সৌজন্য ছবি
নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করা রোমান সানা দেশে ফিরবেন মঙ্গলবার। প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠার মধ্য দিয়েই ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন রোমান। দারুণ এই সাফল্যের জন্য দেশে ফেরার পর মঙ্গলবারই রোমানকে সংবর্ধনা দেবে আর্চারি ফেডারেশন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, রোমান সানাসহ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশের পুরো বহর মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে বরণ করে নেওয়া হবে। এরপর বিমানন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আসবে বাংলাদেশ দল। সেখানেই বেলা ১২টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোমান দেশের প্রথম আর্চার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনো পদক জয় করলেন। এ ছাড়া দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে তিনি সরাসরি অলিম্পিকে খেলবেন। এর আগে ২০১৬ অলিম্পিকে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোটা প্লেস নিয়ে খেলেছিলেন গলফার সিদ্দিকুর রহমান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ জুন, ২০১৯ ২০:৪০

নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করা রোমান সানা দেশে ফিরবেন মঙ্গলবার। প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠার মধ্য দিয়েই ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন রোমান। দারুণ এই সাফল্যের জন্য দেশে ফেরার পর মঙ্গলবারই রোমানকে সংবর্ধনা দেবে আর্চারি ফেডারেশন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, রোমান সানাসহ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশের পুরো বহর মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ার লাইনসের ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলকে বরণ করে নেওয়া হবে। এরপর বিমানন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আসবে বাংলাদেশ দল। সেখানেই বেলা ১২টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোমান দেশের প্রথম আর্চার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে কোনো পদক জয় করলেন। এ ছাড়া দেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে তিনি সরাসরি অলিম্পিকে খেলবেন। এর আগে ২০১৬ অলিম্পিকে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোটা প্লেস নিয়ে খেলেছিলেন গলফার সিদ্দিকুর রহমান।