স্পেনের কোচের পদ ছাড়লেন এনরিকে
অনলাইন ডেস্ক | ২০ জুন, ২০১৯ ০২:০৩
লুইস এনরিকে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেনের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লুইস এনরিকে। প্রায় এক বছর ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের দায়িত্ব সামলেছেন তিনি। এনরিকে সরে দাঁড়ানোয় সহকারী কোচ রবের্তো মরেনো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।
বার্সেলোনার সাবেক কোচ এনরিকে ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে ব্যক্তিগত কারণে মার্চ থেকেই অনুপস্থিত ছিলেন এনরিকে। ২০১৮ বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর কোচের দায়িত্ব নিয়েছিলেন এনরিকে।
এনরিকের অনুপস্থিতে ২০২০ ইউরোর বাছাইয়ে তিনটি ম্যাচ খেলে স্পেন। যে ম্যাচগুলোয় কোচের দায়িত্ব সামলান মরেনো। তিনটিতেই জিতেছে দলটি।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২০ জুন, ২০১৯ ০২:০৩

লুইস এনরিকে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পেনের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লুইস এনরিকে। প্রায় এক বছর ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের দায়িত্ব সামলেছেন তিনি। এনরিকে সরে দাঁড়ানোয় সহকারী কোচ রবের্তো মরেনো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।
বার্সেলোনার সাবেক কোচ এনরিকে ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে ব্যক্তিগত কারণে মার্চ থেকেই অনুপস্থিত ছিলেন এনরিকে। ২০১৮ বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর কোচের দায়িত্ব নিয়েছিলেন এনরিকে।
এনরিকের অনুপস্থিতে ২০২০ ইউরোর বাছাইয়ে তিনটি ম্যাচ খেলে স্পেন। যে ম্যাচগুলোয় কোচের দায়িত্ব সামলান মরেনো। তিনটিতেই জিতেছে দলটি।
শেয়ার করুন