অভিনয়ে সৌরভ গাঙ্গুলী
অনলাইন ডেস্ক | ৭ আগস্ট, ২০১৯ ১৭:০৯
প্রিন্স অব কলকাতা ক্রিকেট ছাড়ার পর বহুবার প্রস্তাব পেয়েছেন অভিনয় করার। কিন্তু কখনো কান দেননি তাতে। অবশেষে তাকে রাজি করানো গেছে। একটি সিরিয়ালের সংক্ষিপ্ত দৃশ্যে নাম ভূমিকায় অভিনয়ের জন্য শ্যুটিং করেছেন সৌরভ গাঙ্গুলী।
জি বাংলায় প্রচারিত সিরিয়ালটির নাম ‘বকুলকথা।’ একই চ্যানেলের ‘দাদাগিরি’ রিয়ালিটি শোটি উপস্থাপনা করে আসছেন তিনি। দাদাগিরির শ্যুটিংয়ের ফাঁকেই করে গেলেন বকুলকথার সংক্ষিপ্ত দৃশ্যের জন্য শ্যুটিং।
জানা গেছে, ১৩-১৫ আগস্ট সৌরভের অভিনীত দৃশ্যগুলো দেখা যাবে। তবে জি বাংলার তরফ থেকে ব্যাপারটা এখনো গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পর্দায় সৌরভের উপস্থিতি হবে ১৫-১৭ মিনিট।
গল্পে থাকবে- বকুল তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি তার আইডল। নিজের আইডলের সঙ্গেই দেখা হয়ে যায় তার। সৌরভ গাড়ি থেকে নেমে অটোগ্রাফ দেন এবং বকুলকে ও তার বন্ধুদের উৎসাহিত করেন খেলতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ আগস্ট, ২০১৯ ১৭:০৯

প্রিন্স অব কলকাতা ক্রিকেট ছাড়ার পর বহুবার প্রস্তাব পেয়েছেন অভিনয় করার। কিন্তু কখনো কান দেননি তাতে। অবশেষে তাকে রাজি করানো গেছে। একটি সিরিয়ালের সংক্ষিপ্ত দৃশ্যে নাম ভূমিকায় অভিনয়ের জন্য শ্যুটিং করেছেন সৌরভ গাঙ্গুলী।
জি বাংলায় প্রচারিত সিরিয়ালটির নাম ‘বকুলকথা।’ একই চ্যানেলের ‘দাদাগিরি’ রিয়ালিটি শোটি উপস্থাপনা করে আসছেন তিনি। দাদাগিরির শ্যুটিংয়ের ফাঁকেই করে গেলেন বকুলকথার সংক্ষিপ্ত দৃশ্যের জন্য শ্যুটিং।
জানা গেছে, ১৩-১৫ আগস্ট সৌরভের অভিনীত দৃশ্যগুলো দেখা যাবে। তবে জি বাংলার তরফ থেকে ব্যাপারটা এখনো গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পর্দায় সৌরভের উপস্থিতি হবে ১৫-১৭ মিনিট।
গল্পে থাকবে- বকুল তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যাচ্ছে। সৌরভ গাঙ্গুলি তার আইডল। নিজের আইডলের সঙ্গেই দেখা হয়ে যায় তার। সৌরভ গাড়ি থেকে নেমে অটোগ্রাফ দেন এবং বকুলকে ও তার বন্ধুদের উৎসাহিত করেন খেলতে।