গান শুনলেই কোহলির নাচতে ইচ্ছা করে
অনলাইন ডেস্ক | ১২ আগস্ট, ২০১৯ ১৬:৪৮
ব্যাটিংয়ে কিংবা ফিল্ডিংয়ে বিরাট কোহলি মানেই নির্ভরতার প্রতীক। তাকে বলা হয় এই গ্রহের অন্যতম সেরা ফিট ক্রিকেটার। নিজেকে তিনি এভাবে গড়তে পেরেছেন আমুদে মনমানসিকতায় বসবাস করে।
গেইলদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির বিরতিতে ডিজের তালেতালে কোহলিকে নাচতে দেখা যায়। একজন মাঠকর্মীও তার সঙ্গে নাচেন। পরে যোগ দেন ‘বন্ধু’ ক্রিস গেইল।
কোহলি জানান তার এখন গান শুনলেই নাচতে ইচ্ছা করে, ‘মাঠে নিজেকে উপভোগ করি। এটা আমার জন্য আশীর্বাদ। অধিনায়ক হই আর না হই মুড খারাপ করি না। জীবনের এমন একটা অবস্থায় এখন আছি, গান শুনলেই নাচতে শুরু করে দেই।’
ক্রিকেটার থেকে ‘উপস্থাপক’ সেজে বসা যুবেন্দ্র চাহালের সঙ্গে আলাপকালে উইন্ডিজ ম্যাচের পর কোহলি বলেন, ‘আমার মাইন্ডসেট সবসময় সাধারণ থাকে। সম্ভাব্য যেকোনো উপায়ে আমি দলকে সাহায্য করতে চাই। প্রত্যেক খেলোয়াড়ের জীবন-যাপন এমন হওয়া উচিত, যাতে সে সবসময় দলকে শতভাগ দিতে পারে।’
‘আমি লাইফস্টাইল পরিবর্তন করেছি। ডায়েট পরিকল্পনা ঠিক করেছি। এসব বিষয় আমাকে খুব সাহায্য করে।’
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১২ আগস্ট, ২০১৯ ১৬:৪৮
ব্যাটিংয়ে কিংবা ফিল্ডিংয়ে বিরাট কোহলি মানেই নির্ভরতার প্রতীক। তাকে বলা হয় এই গ্রহের অন্যতম সেরা ফিট ক্রিকেটার। নিজেকে তিনি এভাবে গড়তে পেরেছেন আমুদে মনমানসিকতায় বসবাস করে।
গেইলদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির বিরতিতে ডিজের তালেতালে কোহলিকে নাচতে দেখা যায়। একজন মাঠকর্মীও তার সঙ্গে নাচেন। পরে যোগ দেন ‘বন্ধু’ ক্রিস গেইল।
কোহলি জানান তার এখন গান শুনলেই নাচতে ইচ্ছা করে, ‘মাঠে নিজেকে উপভোগ করি। এটা আমার জন্য আশীর্বাদ। অধিনায়ক হই আর না হই মুড খারাপ করি না। জীবনের এমন একটা অবস্থায় এখন আছি, গান শুনলেই নাচতে শুরু করে দেই।’
ক্রিকেটার থেকে ‘উপস্থাপক’ সেজে বসা যুবেন্দ্র চাহালের সঙ্গে আলাপকালে উইন্ডিজ ম্যাচের পর কোহলি বলেন, ‘আমার মাইন্ডসেট সবসময় সাধারণ থাকে। সম্ভাব্য যেকোনো উপায়ে আমি দলকে সাহায্য করতে চাই। প্রত্যেক খেলোয়াড়ের জীবন-যাপন এমন হওয়া উচিত, যাতে সে সবসময় দলকে শতভাগ দিতে পারে।’
‘আমি লাইফস্টাইল পরিবর্তন করেছি। ডায়েট পরিকল্পনা ঠিক করেছি। এসব বিষয় আমাকে খুব সাহায্য করে।’