বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দুশানবেতে
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৯ ২৩:৪১
ফাইল ছবি
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।
কন্টিনেন্টাল ফুটবল’স গভর্নিং বডি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চারটি ম্যাচ ডের ভেন্যু চূড়ান্ত করে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হবে দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে। ওই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় হবে ম্যাচটি।
আফগানিস্তান প্রথমে চেয়েছিল নিজেদের হোম ম্যাচগুলো কাতারের দোহায় খেলতে। কিন্তু কাতার আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে থাকায় এএফসি সেই অনুরোধ মেনে নেয়নি।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে ১০ অক্টোবর ঢাকায়, তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ অক্টোবর কলকাতায়। চতুর্থ ম্যাচ ওমানের বিপক্ষে ১৪ নভেম্বর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ আগামী বছর ২৬ মার্চ ঢাকায়।
কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ৩১ মার্চ, ভারতের বিপক্ষে হোম ম্যাচ ৪ জুন। আর ওমানের বিপক্ষে হোম ম্যাচ খেলবে ৯ জুন।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৪ আগস্ট, ২০১৯ ২৩:৪১

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বিষয়টি নিশ্চিত করেছে।
কন্টিনেন্টাল ফুটবল’স গভর্নিং বডি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম চারটি ম্যাচ ডের ভেন্যু চূড়ান্ত করে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হবে দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে। ওই দিন বাংলাদেশ সময় রাত ৮টায় হবে ম্যাচটি।
আফগানিস্তান প্রথমে চেয়েছিল নিজেদের হোম ম্যাচগুলো কাতারের দোহায় খেলতে। কিন্তু কাতার আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে থাকায় এএফসি সেই অনুরোধ মেনে নেয়নি।
বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে ১০ অক্টোবর ঢাকায়, তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ অক্টোবর কলকাতায়। চতুর্থ ম্যাচ ওমানের বিপক্ষে ১৪ নভেম্বর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ আগামী বছর ২৬ মার্চ ঢাকায়।
কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ৩১ মার্চ, ভারতের বিপক্ষে হোম ম্যাচ ৪ জুন। আর ওমানের বিপক্ষে হোম ম্যাচ খেলবে ৯ জুন।