সেই ওভার থ্রো ‘ডেড বল’ হওয়া উচিত ছিল: ওয়ার্ন
অনলাইন ডেস্ক | ২২ আগস্ট, ২০১৯ ২২:৪১
সেই ওভার থ্রো ‘ডেড বল’ হওয়া উচিত ছিল বলে মনে করেন শেন ওয়ার্ন। ছবি: এএফপি
ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালের সেই ওভার থ্রো ‘ডেড বল’ হওয়া উচিত ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। এমসিসির কমিটিতে রয়েছেন ওয়ার্ন। বিশ্বকাপের ফাইনালের ওই ওভার থ্রো নিয়ে পর্যালোচনা করছে এমসিসি। সেখানেও নিজের মতামত উপস্থাপন করেছে সাবেক এই লেগ স্পিনার।
বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে মার্টিন গাপটিলের করা থ্রো ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রান দেন (২+৪)। ওই ৬ রান দেওয়া নিয়েও ছিল বিতর্ক।
শ্রীলঙ্কান আম্পায়ার পরে নিজের ভুলও শিকার করেন। শেষ পর্যন্ত ওই ম্যাচে টাই হয়। পরে সুপার ওভারে খেলা গড়ালে সেখানেও টাই। বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড। তবে ওই ওভার থ্রো না হলে ফলাফল ভিন্ন হতে পারত।
ওয়ার্ন বলছেন, ‘আমি এমসিসির কমিটিতে রয়েছি যেখানে এটি পর্যালোচনা করার কথা এবং আমরা সেটা করছি। আমি মনে করি খেলার নিয়ম ঠিকই আছে। আমার পরামর্শ, ব্যাটসম্যানের গায়ে বল লাগলে তা বাউন্ডারিতে যাক বা না যাক সেটাকে ডেড বল ঘোষণা করা উচিত। এটা ডেড বলই হওয়া উচিত এবং আপনি দৌড়তে পারবেন না। আমি মনে করি সেটাই খেলাটার স্পিরিট।’
সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ের মান নিয়েও বিতর্ক রয়েছে। ওয়ার্ন জানালেন, এমসিসির বৈঠকে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ‘আমরা চাই সব সময় সেরা ও দক্ষ আম্পায়ার মাঠে থাকুক। তার মানে কি ভারতের ম্যাচে ভারতীয় আম্পায়ার, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলীয় আম্পায়ার কিংবা ইংল্যান্ডের ম্যাচে স্থানীয় আম্পায়ার থাকবে? এখনও এই বিষয়ে আলোচনা দরকার। দেখা যাক।’- বলেন ওয়ার্ন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ আগস্ট, ২০১৯ ২২:৪১

ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালের সেই ওভার থ্রো ‘ডেড বল’ হওয়া উচিত ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। এমসিসির কমিটিতে রয়েছেন ওয়ার্ন। বিশ্বকাপের ফাইনালের ওই ওভার থ্রো নিয়ে পর্যালোচনা করছে এমসিসি। সেখানেও নিজের মতামত উপস্থাপন করেছে সাবেক এই লেগ স্পিনার।
বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে মার্টিন গাপটিলের করা থ্রো ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রান দেন (২+৪)। ওই ৬ রান দেওয়া নিয়েও ছিল বিতর্ক।
শ্রীলঙ্কান আম্পায়ার পরে নিজের ভুলও শিকার করেন। শেষ পর্যন্ত ওই ম্যাচে টাই হয়। পরে সুপার ওভারে খেলা গড়ালে সেখানেও টাই। বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড। তবে ওই ওভার থ্রো না হলে ফলাফল ভিন্ন হতে পারত।
ওয়ার্ন বলছেন, ‘আমি এমসিসির কমিটিতে রয়েছি যেখানে এটি পর্যালোচনা করার কথা এবং আমরা সেটা করছি। আমি মনে করি খেলার নিয়ম ঠিকই আছে। আমার পরামর্শ, ব্যাটসম্যানের গায়ে বল লাগলে তা বাউন্ডারিতে যাক বা না যাক সেটাকে ডেড বল ঘোষণা করা উচিত। এটা ডেড বলই হওয়া উচিত এবং আপনি দৌড়তে পারবেন না। আমি মনে করি সেটাই খেলাটার স্পিরিট।’
সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ের মান নিয়েও বিতর্ক রয়েছে। ওয়ার্ন জানালেন, এমসিসির বৈঠকে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ‘আমরা চাই সব সময় সেরা ও দক্ষ আম্পায়ার মাঠে থাকুক। তার মানে কি ভারতের ম্যাচে ভারতীয় আম্পায়ার, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলীয় আম্পায়ার কিংবা ইংল্যান্ডের ম্যাচে স্থানীয় আম্পায়ার থাকবে? এখনও এই বিষয়ে আলোচনা দরকার। দেখা যাক।’- বলেন ওয়ার্ন।