বৃষ্টির দিনে কলম্বোয় উজ্জ্বল করুনারত্নে
অনলাইন ডেস্ক | ২২ আগস্ট, ২০১৯ ২৩:৪৫
ছবি: টুইটার
কলম্বো টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির দাপট। স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৬.৩ ওভার। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা তাতে ২ উইকেটে ৮৫ রান করে।
বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও হতে পারেনি। চা বিরতির আগে পরে হয়েছে খেলা। লঙ্কানরা লাহিরু থিরিমানে ও কুশল মেন্ডিসের উইকেট হারিয়েছে। ওপেনার থিরিমানে মাত্র ২ রান করেই ফিরে যান। উইলিয়াম সামারভিলের শিকার হন তিনি।
এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস ৫০ রানের জুটি গড়েন। ৩২ রান করা মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। পরে করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্য রানে অপরাজিত আছেন।
করুনারত্নে ফিফটির অপেক্ষায়। ৪৯ রানে অপরাজিত তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লঙ্কান অধিনায়ক।
দুই দলই এ ম্যাচে একটি করে পরিবর্ত এনেছে। স্পিনার মিচেল সান্টনারের জায়গায় খেলছেন গ্র্যান্ডহোম। অন্যদিকে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা আকিলা দনঞ্জয়ার বদলে শ্রীলঙ্কা একাদশে এসেছেন দিলরুয়ান পেরেরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ তে এগিয়ে। গলে প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে নেয় শ্রীলঙ্কা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ আগস্ট, ২০১৯ ২৩:৪৫

কলম্বো টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টির দাপট। স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৬.৩ ওভার। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা তাতে ২ উইকেটে ৮৫ রান করে।
বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও হতে পারেনি। চা বিরতির আগে পরে হয়েছে খেলা। লঙ্কানরা লাহিরু থিরিমানে ও কুশল মেন্ডিসের উইকেট হারিয়েছে। ওপেনার থিরিমানে মাত্র ২ রান করেই ফিরে যান। উইলিয়াম সামারভিলের শিকার হন তিনি।
এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস ৫০ রানের জুটি গড়েন। ৩২ রান করা মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। পরে করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ১৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। শূন্য রানে অপরাজিত আছেন।
করুনারত্নে ফিফটির অপেক্ষায়। ৪৯ রানে অপরাজিত তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লঙ্কান অধিনায়ক।
দুই দলই এ ম্যাচে একটি করে পরিবর্ত এনেছে। স্পিনার মিচেল সান্টনারের জায়গায় খেলছেন গ্র্যান্ডহোম। অন্যদিকে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা আকিলা দনঞ্জয়ার বদলে শ্রীলঙ্কা একাদশে এসেছেন দিলরুয়ান পেরেরা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ তে এগিয়ে। গলে প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে নেয় শ্রীলঙ্কা।