ছেলেরা দুর্দান্ত খেলেছে: জেমি ডে
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ১৯:২৬
বাংলাদেশ কোচ জেমি ডে। ছবি: বাফুফে
ভারতের বিপক্ষে জিততে জিততেও ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে ভারত ডিফেন্ডার আদিল খানের গোল হতাশ করে বাংলাদেশকে। কর্নার থেকে আসা বলে আদিলের হেডে নিজেদের মাঠে হারের লজ্জা এড়ায় ভারত।
মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। শেষ মুহূর্তে গোল হজম করায় বাংলাদেশের আক্ষেপ থাকছে। তবে এই বাছাই আসরে বাংলাদেশ প্রথম পয়েন্টের দেখাও পেয়ে গেল এদিন।
ম্যাচ শেষে জয় না পেলেও ড্র-তে সন্তুষ্টির কথাই বললেন বাংলাদেশ কোচ জেমি ডে, ‘অবশ্যই ম্যাচের ফলে খুশি। আমরা ভারতের চেয়ে পিছিয়ে থেকে শুরু করেছিলাম। সবাই ওদের জয়ের কথাই বলছিল। কিন্তু আমরা সবাইকে ভুল প্রমাণ করেছি। ছেলেরা অসম্ভব ভালো খেলেছে। নিজেদের পারফরম্যান্সের তুলনায় আমরা সঠিক ফল পাইনি। তবে এই ফলেও আমরা খুশি। এমন পরিবেশ থেকে পয়েন্ট নিয়ে ফেরা বড় ব্যাপার।’
অল্পের জন্য ১৬ বছর পর ভারতের বিপক্ষে জয়ের আনন্দ মিস করে বাংলাদেশ ফুটবল দল। প্রতিবেশী দেশটির সঙ্গে ফুটবলে বাংলাদেশের সর্বশেষ জয়টি ছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।
৪২ মিনিটে সাদ উদ্দিন গোল করে এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। ৮৮ মিনিটে গোল করে ভারতের পক্ষে সমতা আনেন আদিল। ম্যাচের শেষ গোলটিকেই টার্নিং পয়েন্ট বললেন বাংলাদেশ কোচ, ‘অবশ্যই শেষ বাঁশির ২ মিনিট আগের গোলটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। এই সময় গোল হলে কিছু করার থাকে না। আমাদের আজ দুর্ভাগ্য যে অনেকগুলো গোল মিস করেছি। নয়তো পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই যেতে পারতাম। আমি বলব ছেলেরা যে পারফরম করেছে তাতে আমরা আমাদের প্রাপ্য ফল পাইনি।’
জেমি যোগ করেন, ‘আমাদের আজ পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল। তবে যাই হোক এটা অসম্ভব সুন্দর একটি ম্যাচ এবং আমরা অবশ্যই দুর্দান্ত খেলেছি।’
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৬ অক্টোবর, ২০১৯ ১৯:২৬

ভারতের বিপক্ষে জিততে জিততেও ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে ভারত ডিফেন্ডার আদিল খানের গোল হতাশ করে বাংলাদেশকে। কর্নার থেকে আসা বলে আদিলের হেডে নিজেদের মাঠে হারের লজ্জা এড়ায় ভারত।
মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। শেষ মুহূর্তে গোল হজম করায় বাংলাদেশের আক্ষেপ থাকছে। তবে এই বাছাই আসরে বাংলাদেশ প্রথম পয়েন্টের দেখাও পেয়ে গেল এদিন।
ম্যাচ শেষে জয় না পেলেও ড্র-তে সন্তুষ্টির কথাই বললেন বাংলাদেশ কোচ জেমি ডে, ‘অবশ্যই ম্যাচের ফলে খুশি। আমরা ভারতের চেয়ে পিছিয়ে থেকে শুরু করেছিলাম। সবাই ওদের জয়ের কথাই বলছিল। কিন্তু আমরা সবাইকে ভুল প্রমাণ করেছি। ছেলেরা অসম্ভব ভালো খেলেছে। নিজেদের পারফরম্যান্সের তুলনায় আমরা সঠিক ফল পাইনি। তবে এই ফলেও আমরা খুশি। এমন পরিবেশ থেকে পয়েন্ট নিয়ে ফেরা বড় ব্যাপার।’
অল্পের জন্য ১৬ বছর পর ভারতের বিপক্ষে জয়ের আনন্দ মিস করে বাংলাদেশ ফুটবল দল। প্রতিবেশী দেশটির সঙ্গে ফুটবলে বাংলাদেশের সর্বশেষ জয়টি ছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।
৪২ মিনিটে সাদ উদ্দিন গোল করে এগিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। ৮৮ মিনিটে গোল করে ভারতের পক্ষে সমতা আনেন আদিল। ম্যাচের শেষ গোলটিকেই টার্নিং পয়েন্ট বললেন বাংলাদেশ কোচ, ‘অবশ্যই শেষ বাঁশির ২ মিনিট আগের গোলটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। এই সময় গোল হলে কিছু করার থাকে না। আমাদের আজ দুর্ভাগ্য যে অনেকগুলো গোল মিস করেছি। নয়তো পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই যেতে পারতাম। আমি বলব ছেলেরা যে পারফরম করেছে তাতে আমরা আমাদের প্রাপ্য ফল পাইনি।’
জেমি যোগ করেন, ‘আমাদের আজ পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া উচিত ছিল। তবে যাই হোক এটা অসম্ভব সুন্দর একটি ম্যাচ এবং আমরা অবশ্যই দুর্দান্ত খেলেছি।’