ম্যানইউর ছন্দে ফেরা জয়
অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর, ২০১৯ ১০:২৩
মাত্র ৪টিতে জয়। অবস্থান সাতে। প্রথম ১১ ম্যাচে ছিল না সেই পুরোনো ছন্দ। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম ম্যাচে এসে কিছুটা ‘জাত’ চিনিয়েছে। ব্রাইটনকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
ম্যানইউ কোচ ওলে গুনার সুলশারও রবিবারের খেলায় স্বস্তির নিশ্বাস ফেলছেন। ম্যাচ শেষে তিনি বলেন, মৌসুমে এটিই তাদের ‘সেরা’ পারফরম্যান্স।
ম্যানইউর হয়ে এদিন গোল করেন আন্দ্রেস পেরেইরা এবং র্যাশফোর্ড। অন্য গোলটি আত্মঘাতী। ব্রাইটনের হয়ে একমাত্র গোলটি করেন লুইস ডাঙ্ক।
ম্যানইউ গোছানো ফুটবল খেললেও বল দখলের লড়াইয়ে কিছু দুর্বলতা রয়েই গেছে। ৪৩ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। তবু যতটুকু তারা পেয়েছে তাতেই আক্রমণে গেছে। গোলমুখে মোট শট নিয়েছে ২১টি।
‘দেখার মতো ম্যাচ ছিল। এখন পর্যন্ত এভাবে একটি ম্যাচও শেষ করতে পারিনি,’ মন্তব্য করে সুলশার বলেন, ‘এর পরেও আত্মবিশ্বাস ফিরে না পেলে জানি না তাদের (খেলোয়াড়দের) কী বলা দরকার।’
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১১ নভেম্বর, ২০১৯ ১০:২৩

মাত্র ৪টিতে জয়। অবস্থান সাতে। প্রথম ১১ ম্যাচে ছিল না সেই পুরোনো ছন্দ। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম ম্যাচে এসে কিছুটা ‘জাত’ চিনিয়েছে। ব্রাইটনকে তারা হারিয়েছে ৩-১ গোলে।
ম্যানইউ কোচ ওলে গুনার সুলশারও রবিবারের খেলায় স্বস্তির নিশ্বাস ফেলছেন। ম্যাচ শেষে তিনি বলেন, মৌসুমে এটিই তাদের ‘সেরা’ পারফরম্যান্স।
ম্যানইউর হয়ে এদিন গোল করেন আন্দ্রেস পেরেইরা এবং র্যাশফোর্ড। অন্য গোলটি আত্মঘাতী। ব্রাইটনের হয়ে একমাত্র গোলটি করেন লুইস ডাঙ্ক।
ম্যানইউ গোছানো ফুটবল খেললেও বল দখলের লড়াইয়ে কিছু দুর্বলতা রয়েই গেছে। ৪৩ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। তবু যতটুকু তারা পেয়েছে তাতেই আক্রমণে গেছে। গোলমুখে মোট শট নিয়েছে ২১টি।
‘দেখার মতো ম্যাচ ছিল। এখন পর্যন্ত এভাবে একটি ম্যাচও শেষ করতে পারিনি,’ মন্তব্য করে সুলশার বলেন, ‘এর পরেও আত্মবিশ্বাস ফিরে না পেলে জানি না তাদের (খেলোয়াড়দের) কী বলা দরকার।’