বাংলাদেশকে সমীহ করছেন কোহলি
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর, ২০১৯ ১৪:৫৭
ছবি: এএফপি
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষটির বেশ প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টাইগারদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে তার কণ্ঠে সমীহের সুর।
ইন্দোরের হল্কার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কোহলি বলেন, “তারা এরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত। তাই তারা জানে কীভাবে কী করতে হবে। আমাদের ফল বের করতে হলে ভালো খেলতে হবে। প্রতিটি টেস্টেই, যেমনটি আমরা অতীতে করেছি।”
ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সব বিভাগেই বাংলাদেশের চেয়ে বেশি দক্ষ ভারত। এরপরও দাম্ভিকতা নেই কোহলির কথায়। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে হালকাভাবে নিতে নারাজ তিনি।
নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ। সে বিষয়টাও মাথায় রাখছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, “আমরা কোনোকিছুকেই হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বা বোলারকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। তারা যখন ভালো খেলে তখন অনেক স্কিলফুল দল হয়ে ওঠে। তাদের ভালো খেলার সামর্থ্য আছে। তাই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।”
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর, ২০১৯ ১৪:৫৭

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষটির বেশ প্রশংসা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টাইগারদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে তার কণ্ঠে সমীহের সুর।
ইন্দোরের হল্কার ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কোহলি বলেন, “তারা এরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত। তাই তারা জানে কীভাবে কী করতে হবে। আমাদের ফল বের করতে হলে ভালো খেলতে হবে। প্রতিটি টেস্টেই, যেমনটি আমরা অতীতে করেছি।”
ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- সব বিভাগেই বাংলাদেশের চেয়ে বেশি দক্ষ ভারত। এরপরও দাম্ভিকতা নেই কোহলির কথায়। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে হালকাভাবে নিতে নারাজ তিনি।
নিজেদের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশ। সে বিষয়টাও মাথায় রাখছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, “আমরা কোনোকিছুকেই হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বা বোলারকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। তারা যখন ভালো খেলে তখন অনেক স্কিলফুল দল হয়ে ওঠে। তাদের ভালো খেলার সামর্থ্য আছে। তাই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।”