ওমানেও পারল না বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০১৯ ২৩:০২
ফাইল ছবি
প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে ওমানকে রুখে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রতিরোধ ভাঙল দ্বিতীয়ার্ধে। হজম করল চার গোল। মাঝে বিপলু আহমেদ গোল পেলেও খেলায় ফেরা হয়নি জামাল ভূঁইয়াদের।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৯টায়। অনেক প্রবাসী দর্শক এদিন মাঠে এসেছিল জামাল ভূঁইয়াদের উৎসাহ দিতে। কিন্তু খেলার শেষ বাঁশি বাজার আগেই অনেকে হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন।
প্রথমার্ধে বাংলাদেশ ওমানের প্রতিরোধ যে শুধু রুখেছে তা নয়। নিজেরও শুরুতে সুযোগ তৈরি করেছে। ১২ মিনিটে জামাল ভূঁইয়ার দূরপাল্লার শটটা কী দুর্দান্তভাবেই না রুখে দেন ওমান গোলরক্ষক আলি আল হাবসি। না হয়, বাংলাদেশের এগিয়ে যাওয়া হয় তখনই।
পরে অবশ্য ওমান গুছিয়ে ওঠে। বাংলাদেশের রক্ষণকে একের পর এক আক্রমণে ব্যস্ত রেখতে থাকে। পোস্টের নিচে ওমানের আক্রমণগুলো দারুণভাবে রুখেছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করেন মোহসিন জোহর। ডি’র ওপর থেকে তার নেওয়া শট শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে বাংলাদেশ কিপার রানাকে। তার করার ছিল না কিছুই।
৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ওমান। এবার গোলদাতা রাবিয়া আল মান্ধার। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় আরশাদের পায়ে ব্যবধান ৩-০ করে ওমান।
তিন মিনিট পর বিপলু আহমেদ বাংলাদেশের পক্ষে ব্যবধান কমালেও বাংলাদেশের জন্য ম্যাচ তখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। যোগ করা সময়ে আরমান আল হাদি গোল করে শেষ পেরেক ঠুকে দেন বাংলাদেশের কফিনে।
চার ম্যাচে ৩ হার ও ১ ড্রতে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের বিপক্ষে হার ২-০ গোলে। তৃতীয় ম্যাচে ভারতের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বছর মার্চে। ২৬ মার্চ ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে জামালরা।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৪ নভেম্বর, ২০১৯ ২৩:০২

প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে ওমানকে রুখে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রতিরোধ ভাঙল দ্বিতীয়ার্ধে। হজম করল চার গোল। মাঝে বিপলু আহমেদ গোল পেলেও খেলায় ফেরা হয়নি জামাল ভূঁইয়াদের।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৯টায়। অনেক প্রবাসী দর্শক এদিন মাঠে এসেছিল জামাল ভূঁইয়াদের উৎসাহ দিতে। কিন্তু খেলার শেষ বাঁশি বাজার আগেই অনেকে হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন।
প্রথমার্ধে বাংলাদেশ ওমানের প্রতিরোধ যে শুধু রুখেছে তা নয়। নিজেরও শুরুতে সুযোগ তৈরি করেছে। ১২ মিনিটে জামাল ভূঁইয়ার দূরপাল্লার শটটা কী দুর্দান্তভাবেই না রুখে দেন ওমান গোলরক্ষক আলি আল হাবসি। না হয়, বাংলাদেশের এগিয়ে যাওয়া হয় তখনই।
পরে অবশ্য ওমান গুছিয়ে ওঠে। বাংলাদেশের রক্ষণকে একের পর এক আক্রমণে ব্যস্ত রেখতে থাকে। পোস্টের নিচে ওমানের আক্রমণগুলো দারুণভাবে রুখেছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে বসে বাংলাদেশ। সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করেন মোহসিন জোহর। ডি’র ওপর থেকে তার নেওয়া শট শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে বাংলাদেশ কিপার রানাকে। তার করার ছিল না কিছুই।
৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ওমান। এবার গোলদাতা রাবিয়া আল মান্ধার। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় আরশাদের পায়ে ব্যবধান ৩-০ করে ওমান।
তিন মিনিট পর বিপলু আহমেদ বাংলাদেশের পক্ষে ব্যবধান কমালেও বাংলাদেশের জন্য ম্যাচ তখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। যোগ করা সময়ে আরমান আল হাদি গোল করে শেষ পেরেক ঠুকে দেন বাংলাদেশের কফিনে।
চার ম্যাচে ৩ হার ও ১ ড্রতে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের বিপক্ষে হার ২-০ গোলে। তৃতীয় ম্যাচে ভারতের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী বছর মার্চে। ২৬ মার্চ ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে জামালরা।