দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে জয়খরা কাটাল ব্রাজিল
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০১৯ ২১:৩১
২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনহো।
কোপা আমেরিকা জেতার ৪ মাস ১১ দিন পর প্রথম জয় পেল ব্রাজিল। মঙ্গলবার রাতে আবু ধাবিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলটি ৩-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।
ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার কাছে হেরে যায়। কোপা আমেরিকার পর সেটি ছিল তাদের পঞ্চম হার।
এদিন দুই দলই ৪-২-৩-১ ফরমেশনে খেলা শুরু করে। ৯ মিনিটের সময় লুকাস পাকুয়েটার উড়ন্ত হেডে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ফিলিপে কৌতিনহো ড্রিবল করতে করতে বক্সের কাছে চলে যান। সেখান থেকে বল দেন লোদিকে। লোদির ক্রস দারুণ দক্ষতায় জালে পাঠান পাকুয়েটা।
দ্বিতীয় গোল আসে ৩৫তম মিনিটে। ২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে বল জালে পাঠান কৌতিনহো।
ব্রাজিল তৃতীয় এবং শেষ গোলটি করে ৬০ মিনিটের সময়। কয়েক মিনিট ধরে বক্সের আশপাশে ঘোরাফেরা করতে করতে রাইটব্যাক দানিলো হাফভলি শটে গোল দিয়ে দেন।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০১৯ ২১:৩১

২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনহো।
কোপা আমেরিকা জেতার ৪ মাস ১১ দিন পর প্রথম জয় পেল ব্রাজিল। মঙ্গলবার রাতে আবু ধাবিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলটি ৩-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে।
ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার কাছে হেরে যায়। কোপা আমেরিকার পর সেটি ছিল তাদের পঞ্চম হার।
এদিন দুই দলই ৪-২-৩-১ ফরমেশনে খেলা শুরু করে। ৯ মিনিটের সময় লুকাস পাকুয়েটার উড়ন্ত হেডে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ফিলিপে কৌতিনহো ড্রিবল করতে করতে বক্সের কাছে চলে যান। সেখান থেকে বল দেন লোদিকে। লোদির ক্রস দারুণ দক্ষতায় জালে পাঠান পাকুয়েটা।
দ্বিতীয় গোল আসে ৩৫তম মিনিটে। ২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে বল জালে পাঠান কৌতিনহো।
ব্রাজিল তৃতীয় এবং শেষ গোলটি করে ৬০ মিনিটের সময়। কয়েক মিনিট ধরে বক্সের আশপাশে ঘোরাফেরা করতে করতে রাইটব্যাক দানিলো হাফভলি শটে গোল দিয়ে দেন।
শেয়ার করুন