সৌম্যদের স্রেফ উড়িয়ে দিল শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৬
এসএ গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের পুরুষ ইভেন্টের ফাইনালের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে বড় ধাক্কা দিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। লিগ পর্বে শেষ ম্যাচে সৌম্য সরকারদের একেবারেই পাত্তাই দিল না লঙ্কানরা। সোমবার ফাইনালে স্বর্ণ জয়ের লড়াইয়ে আবার মুখোমুখি হবে তারা।
ত্রিভুবন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে রোববার লিগে পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ২৩ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে ৫২ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৭ রান করেন ওপেনার পাথুম নিসানকা। ৪১ বলে সাত চার ও চার ছক্কায় ৭৩ রান করেন লাসিথ ক্রুসপুলে। শ্রীলঙ্কার একমাত্র উইকেটটি নেন মেহেদি হাসান রানা।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে টসে হারা বাংলাদেশ। রান সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই উইকেট ছাড়া হন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান।
পরে মাহিদুল হাসান অঙ্কনের ৩৮ বলে ৪৪ রান ও ইয়াসির আলির ৪৫ বলে ৫১ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। অন্যদের মধ্যে অপরাজিত থেকে ২০ রান করেন জাকির হাসান।
লিগ পর্বে চার ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:০৬

এসএ গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের পুরুষ ইভেন্টের ফাইনালের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে বড় ধাক্কা দিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। লিগ পর্বে শেষ ম্যাচে সৌম্য সরকারদের একেবারেই পাত্তাই দিল না লঙ্কানরা। সোমবার ফাইনালে স্বর্ণ জয়ের লড়াইয়ে আবার মুখোমুখি হবে তারা।
ত্রিভুবন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে রোববার লিগে পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ২৩ বল হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে ৫২ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৬৭ রান করেন ওপেনার পাথুম নিসানকা। ৪১ বলে সাত চার ও চার ছক্কায় ৭৩ রান করেন লাসিথ ক্রুসপুলে। শ্রীলঙ্কার একমাত্র উইকেটটি নেন মেহেদি হাসান রানা।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে টসে হারা বাংলাদেশ। রান সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই উইকেট ছাড়া হন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান।
পরে মাহিদুল হাসান অঙ্কনের ৩৮ বলে ৪৪ রান ও ইয়াসির আলির ৪৫ বলে ৫১ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। অন্যদের মধ্যে অপরাজিত থেকে ২০ রান করেন জাকির হাসান।
লিগ পর্বে চার ম্যাচের সবকটি জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।