আর্চারিতে চতুর্থ স্বর্ণ জিতল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩০
অনুমিতভাবে এসএ গেমসে আর্চারিতে একের পর এক স্বর্ণ পদক পড়ছে বাংলাদেশের ঝুলিতে। পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে ভুটানকে হারিয়ে এই ডিসিপ্লিনে চতুর্থ স্বর্ণ পেয়েছে তারা। এই নিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণ সংখ্যা দাঁড়াল ১১টি!
এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ নারী দলগত ইভেন্ট ও মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ।
পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেন মোহাম্মদ আশিকুজ্জামান, অসীম কুমার দাস ও মোহাম্মদ সোহেল রানা।
প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫৬, ভুটান ৫২। দ্বিতীয় সেটে বাংলাদেশ তোলে ৫৭, ভুটান ৫৫। তৃতীয় সেটে বাংলাদেশ তোলে ৫৬, ভুটান ৫৪। শেষ সেটে বাংলাদেশ তোলে ৫৭, আর ভুটান ৫৪। চার সেটে ২২৬ পয়েন্টে স্বর্ণ নিশ্চিত হয় বাংলাদেশ দলের।
২১৩ পয়েন্ট নিয়ে রৌপ্য পায় ভুটান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩০

অনুমিতভাবে এসএ গেমসে আর্চারিতে একের পর এক স্বর্ণ পদক পড়ছে বাংলাদেশের ঝুলিতে। পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে ভুটানকে হারিয়ে এই ডিসিপ্লিনে চতুর্থ স্বর্ণ পেয়েছে তারা। এই নিয়ে গেমসে বাংলাদেশের স্বর্ণ সংখ্যা দাঁড়াল ১১টি!
এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট, রিকার্ভ নারী দলগত ইভেন্ট ও মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ।
পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেন মোহাম্মদ আশিকুজ্জামান, অসীম কুমার দাস ও মোহাম্মদ সোহেল রানা।
প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫৬, ভুটান ৫২। দ্বিতীয় সেটে বাংলাদেশ তোলে ৫৭, ভুটান ৫৫। তৃতীয় সেটে বাংলাদেশ তোলে ৫৬, ভুটান ৫৪। শেষ সেটে বাংলাদেশ তোলে ৫৭, আর ভুটান ৫৪। চার সেটে ২২৬ পয়েন্টে স্বর্ণ নিশ্চিত হয় বাংলাদেশ দলের।
২১৩ পয়েন্ট নিয়ে রৌপ্য পায় ভুটান।
শেয়ার করুন