শেষ দিকে চেলসির জয় কেড়ে নিল এক ইরানিয়ান
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০২০ ১০:০৩
ম্যাচের শেষ দিকে ইরানিয়ান উইঙ্গার আলিরেজা জাহানবক্সের গোলে চেলসির জয় কেড়ে নেয় ব্রাইটন। ছবি: এএফপি
ম্যাচের শুরুর দিকের গোলে এগিয়ে যাওয়া, এগিয়ে থেকে বিরতিতে যাওয়া। জয়ের স্বপ্নও দেখছিল চেলসি। কিন্তু সেটা সম্ভব হলো না। শেষ দিকে গোল করে বসেন ব্রাইটনের এক ইরানিয়ান উইঙ্গার। তাতে অতিথিদের জয় কেড়ে নিয়ে পয়েন্টে ভাগ বসায় দলটি।
নিজেদের মাঠে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ব্রাইটন। দশম মিনিটে আসপিলিকুয়েতার গোলে এগিয়ে যায় চেলসি। ৮৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি নামা ইরানিয়ান উইঙ্গার আলিরেজা জাহানবক্স।
চেলসির হয়ে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন চেলসি অধিনায়ক আসপিলিকুয়েতা। ম্যাচের শুরুতেই গোল করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
অসাধারণ ছিল আলিরেজার গোলটি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে বাড়ান লুইস ডাঙ্ক। আর বাই-সাইকেল কিকে লক্ষ্যভেদ করেন ইরানের ২৬ বছর বয়সী এই ফুটবলার।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা চেলসির পয়েন্ট দাঁড়িয়েছে ২১ ম্যাচে ৩৬। ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশতম স্থানে ব্রাইটন।
দিনের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর এভারটনকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০২০ ১০:০৩

ম্যাচের শুরুর দিকের গোলে এগিয়ে যাওয়া, এগিয়ে থেকে বিরতিতে যাওয়া। জয়ের স্বপ্নও দেখছিল চেলসি। কিন্তু সেটা সম্ভব হলো না। শেষ দিকে গোল করে বসেন ব্রাইটনের এক ইরানিয়ান উইঙ্গার। তাতে অতিথিদের জয় কেড়ে নিয়ে পয়েন্টে ভাগ বসায় দলটি।
নিজেদের মাঠে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে ব্রাইটন। দশম মিনিটে আসপিলিকুয়েতার গোলে এগিয়ে যায় চেলসি। ৮৪তম মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি নামা ইরানিয়ান উইঙ্গার আলিরেজা জাহানবক্স।
চেলসির হয়ে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন চেলসি অধিনায়ক আসপিলিকুয়েতা। ম্যাচের শুরুতেই গোল করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
অসাধারণ ছিল আলিরেজার গোলটি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে বাড়ান লুইস ডাঙ্ক। আর বাই-সাইকেল কিকে লক্ষ্যভেদ করেন ইরানের ২৬ বছর বয়সী এই ফুটবলার।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা চেলসির পয়েন্ট দাঁড়িয়েছে ২১ ম্যাচে ৩৬। ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশতম স্থানে ব্রাইটন।
দিনের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর এভারটনকে ২-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।