হারারেতে উইলিয়ামসের সেঞ্চুরি, জিম্বাবুয়ের রেকর্ড
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২০ ০০:৩২
সেঞ্চুরির পর শন উইলিয়ামস। ছবি: টুইটার
হারারেতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে রেকর্ড রান তুলেছে জিম্বাবুয়ে। অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে সোমবার ৬ উইকেটে ৩৫২ রান তুলে স্বাগতিক দল। নিজেদের ইতিহাসে কোনো টেস্টের প্রথম দিনে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ।
পুরো ৯০ ওভারই খেলা হয়েছে এদিন। ৩.৯১ হারে রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। পাঁচে খেলতে নেমে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে উইলিয়ামস সর্বোচ্চ ১০৭ রান করেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।
২০৮ মিনিট ক্রিজে থেকে ১৩৭ বলে ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান উইলিয়ামস। সিকান্দার রাজা ৭২ ও ব্র্যান্ডন টেইলর ৬২ রান করেন। পঞ্চম উইকেটে উইলিয়ামস ও রাজা যোগ করেন ১৫৯ রান।
শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল ও ধনঞ্জয়া ডি সিলভা।
সিরিজের প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২০ ০০:৩২

হারারেতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে রেকর্ড রান তুলেছে জিম্বাবুয়ে। অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে সোমবার ৬ উইকেটে ৩৫২ রান তুলে স্বাগতিক দল। নিজেদের ইতিহাসে কোনো টেস্টের প্রথম দিনে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ।
পুরো ৯০ ওভারই খেলা হয়েছে এদিন। ৩.৯১ হারে রান তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। পাঁচে খেলতে নেমে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে উইলিয়ামস সর্বোচ্চ ১০৭ রান করেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় শতক।
২০৮ মিনিট ক্রিজে থেকে ১৩৭ বলে ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান উইলিয়ামস। সিকান্দার রাজা ৭২ ও ব্র্যান্ডন টেইলর ৬২ রান করেন। পঞ্চম উইকেটে উইলিয়ামস ও রাজা যোগ করেন ১৫৯ রান।
শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল ও ধনঞ্জয়া ডি সিলভা।
সিরিজের প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।