কোহলিকেই সেরা বলছেন চন্দরপল
অনলাইন ডেস্ক | ২২ মার্চ, ২০২০ ২০:৩৯
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলের মতে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানটির নাম বিরাট কোহলি। ভারত অধিনায়ককে নিজের প্রিয় হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে চন্দরপল বিরাট কোহলিকে সেরা ব্যাটসম্যান হিসেবে দাবি করেন। ক্যারিবিয়ান তারকা বলেন, ‘অবশ্যই, কোহলি। সে তার খেলার সব দিক নিয়েই কাজ করছে এবং সেটার ফলাফলও দৃশ্যমান।’
ফিটনেস এবং মাঠের পারফরম্যান্স। দুই দিক থেকেই চন্দরপল ভূয়সী প্রশংসা করেছেন কোহলির, ‘সে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করে, স্কিল নিয়ে কাজ করে। আপনি যদি তাকে দেখেন, সে সব সময় কঠোর পরিশ্রম করে এবং সে এমন একজন যে সব সময় ভালো কিছু করতে চায়। দিনে দিনে এটা সে প্রমাণ করেছে। এ জন্য তাকে আপনাকে কৃতিত্ব দিতে হবে।’
কোহলি যেভাবে দীর্ঘ সময় ধরে পারফর্ম করে যাচ্ছে, এটা যে সহজ নয় চন্দরপল মনে করিয়ে দিয়েছেন সেটিও। উইন্ডিজের হয়ে ১৬৪ টেস্ট, ২৬৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা তারকা বলেন, ‘দীর্ঘ সময় নিজের খেলায় আপনি শীর্ষে থাকবেন, এটা মোটেও সহজ নয়। আপনাকে কাজ করতে হবে এবং ফল পেতে হবে।’
টেস্টে প্রায় ১২ হাজার রানের মালিক চন্দরপল সম্প্রতি ভারতে এসেছিলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে। করোনভাইরাসের কারণে যেটি স্থগিত হয়ে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ মার্চ, ২০২০ ২০:৩৯

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলের মতে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানটির নাম বিরাট কোহলি। ভারত অধিনায়ককে নিজের প্রিয় হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে চন্দরপল বিরাট কোহলিকে সেরা ব্যাটসম্যান হিসেবে দাবি করেন। ক্যারিবিয়ান তারকা বলেন, ‘অবশ্যই, কোহলি। সে তার খেলার সব দিক নিয়েই কাজ করছে এবং সেটার ফলাফলও দৃশ্যমান।’
ফিটনেস এবং মাঠের পারফরম্যান্স। দুই দিক থেকেই চন্দরপল ভূয়সী প্রশংসা করেছেন কোহলির, ‘সে নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করে, স্কিল নিয়ে কাজ করে। আপনি যদি তাকে দেখেন, সে সব সময় কঠোর পরিশ্রম করে এবং সে এমন একজন যে সব সময় ভালো কিছু করতে চায়। দিনে দিনে এটা সে প্রমাণ করেছে। এ জন্য তাকে আপনাকে কৃতিত্ব দিতে হবে।’
কোহলি যেভাবে দীর্ঘ সময় ধরে পারফর্ম করে যাচ্ছে, এটা যে সহজ নয় চন্দরপল মনে করিয়ে দিয়েছেন সেটিও। উইন্ডিজের হয়ে ১৬৪ টেস্ট, ২৬৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা তারকা বলেন, ‘দীর্ঘ সময় নিজের খেলায় আপনি শীর্ষে থাকবেন, এটা মোটেও সহজ নয়। আপনাকে কাজ করতে হবে এবং ফল পেতে হবে।’
টেস্টে প্রায় ১২ হাজার রানের মালিক চন্দরপল সম্প্রতি ভারতে এসেছিলেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে। করোনভাইরাসের কারণে যেটি স্থগিত হয়ে যায়।