বিশ্বকাপ উইন্ডোতে আইপিএল ভাবনা, তীব্র সমালোচনায় বর্ডার
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২০ ০০:৪৬
অ্যালান বর্ডার।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে করোনাভাইরাসের কারণে এই আসর নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে সংবাদ মাধ্যমে খবর এসেছে, এই আসর স্থগিতের ঘোষণা আসতে পারে। ওদিকে বেশ আগে থেকেই ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা, বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল করা যায় কিনা।
তবে এমন ভাবনার ঘোর বিরোধিতাই করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি অ্যালান বর্ডার। তার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো আসরকে আইপিএল এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বর্ডার বলেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপের থেকে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তা হলে যেন আইপিএল-ও না হয়।’
২৯ মার্চ আইপিএলের ১৩তম আসর শুরুর কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। এখন পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগ।
বর্ডার বলছেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তা হলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। যদি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তা হলে অন্য দেশগুলোর প্রতিবাদ জানিয়ে আইপিএল-এ প্লেয়ার ছাড়া উচিত নয়।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২০ ০০:৪৬

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে করোনাভাইরাসের কারণে এই আসর নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে সংবাদ মাধ্যমে খবর এসেছে, এই আসর স্থগিতের ঘোষণা আসতে পারে। ওদিকে বেশ আগে থেকেই ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা, বিশ্বকাপ স্থগিত হলে সেই সময়ে আইপিএল করা যায় কিনা।
তবে এমন ভাবনার ঘোর বিরোধিতাই করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক কিংবদন্তি অ্যালান বর্ডার। তার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মতো আসরকে আইপিএল এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বর্ডার বলেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপের থেকে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তা হলে যেন আইপিএল-ও না হয়।’
২৯ মার্চ আইপিএলের ১৩তম আসর শুরুর কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। এখন পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগ।
বর্ডার বলছেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তা হলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। যদি বিশ্বকাপের জায়গায় আইপিএল হয়, তা হলে অন্য দেশগুলোর প্রতিবাদ জানিয়ে আইপিএল-এ প্লেয়ার ছাড়া উচিত নয়।’