প্রথম ম্যাচেই জ্বলে উঠবেন সাকিব, বিশ্বাস মাহমুদউল্লাহর
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ০১:১৫
ছবি: বিসিবি
নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সব ঠিক থাকলে মঙ্গলবারই সাকিবকে দেখা যাবে ব্যাটিং বা বোলিং করতে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই সাকিবদের দল জেমকন খুলনা মাঠে নামবে। প্রতিপক্ষ তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। যে ম্যাচের আগে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, তার বিশ্বাস প্রথম ম্যাচেই জ্বলে উঠবেন সাকিব।
মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে দলে পাওয়া প্রসঙ্গ উঠতেই মাহমুদউল্লাহ বলেন, ‘ফিলিং ইজ গুড। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে হোক। সে ক্ষেত্রে অবশ্যই আমরা সবাই খুশি ওর জন্য যে ও ব্যাক করেছে এবং ও আমাদের দলেই খেলছে। ইট ইজ এ ভেরি গুড থিং টু হ্যাভ।’
দীর্ঘদিন পর ফিরলেও সাকিবের মধ্যে কোনো জড়তা নেই উল্লেখ করে সাকিব বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি- সাকিবের যে ক্যালিবার, যে ক্যাপাবিলিটি, আমার মনে হয়না যে কোনো প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। কোনো জড়তাও আমি দেখছি না। আমার মনে হয় যে ও খুব উদ্গ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভালো খেলার ব্যাপারে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ০১:১৫

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। সব ঠিক থাকলে মঙ্গলবারই সাকিবকে দেখা যাবে ব্যাটিং বা বোলিং করতে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই সাকিবদের দল জেমকন খুলনা মাঠে নামবে। প্রতিপক্ষ তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। যে ম্যাচের আগে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, তার বিশ্বাস প্রথম ম্যাচেই জ্বলে উঠবেন সাকিব।
মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে দলে পাওয়া প্রসঙ্গ উঠতেই মাহমুদউল্লাহ বলেন, ‘ফিলিং ইজ গুড। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে হোক। সে ক্ষেত্রে অবশ্যই আমরা সবাই খুশি ওর জন্য যে ও ব্যাক করেছে এবং ও আমাদের দলেই খেলছে। ইট ইজ এ ভেরি গুড থিং টু হ্যাভ।’
দীর্ঘদিন পর ফিরলেও সাকিবের মধ্যে কোনো জড়তা নেই উল্লেখ করে সাকিব বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি- সাকিবের যে ক্যালিবার, যে ক্যাপাবিলিটি, আমার মনে হয়না যে কোনো প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। কোনো জড়তাও আমি দেখছি না। আমার মনে হয় যে ও খুব উদ্গ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভালো খেলার ব্যাপারে।’