চোট কাটিয়ে কাতার যাচ্ছেন জীবন
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ২১:০৮
নাবিব নেওয়াজ জীবন। ছবি: দেশ রূপান্তর
নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান নাবিব নেওয়াজ জীবন। তাই বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচ খেলতে দলের সঙ্গে কাতার যাননি এই ফরোয়ার্ড। তবে আশার কথা হলো, আবাহনী লিমিটেডের এই তারকার চোটের দ্রুত উন্নতি হয়েছে। তই বুধবারই কাতার উড়ে যাচ্ছেন জীবন।
গত বৃহস্পতিবার কাতার পাড়ি দেয় বাংলাদেশ দল। এর আগের দিন চোটের জন্য টিম হোটেল ছেড়ে যান জীবন। তবে এখন খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘কাতারে যাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পর দেখলাম ব্যথা নেই। ভালো বোধ করছি। ফিজিও ও কোচের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললাম। তারা বললেন চলে আসতে।’
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। এর আগে জীবনের যোগ দেওয়ার খবরটা দলের মধ্যে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস ছড়াবে। নেপালের বিপক্ষে দুই ম্যাচেই জীবন বেশ ভালো খেলেছেন। ২-০ গোলে জেতা প্রথম ম্যাচে দলের পক্ষে প্রথম গোলটি করেছেন তিনি।
জীবন বুধবার কাতারের বিমান ধরলেও কোচ জেমি ডে যেতে পারছেন না। এখনো করোনা থেকে সেরে উঠেননি তিনি। ঢাকাতেই আইসোলেশনে আছেন জাতীয় দলের এই ইংলিশ কোচ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ২১:০৮

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান নাবিব নেওয়াজ জীবন। তাই বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচ খেলতে দলের সঙ্গে কাতার যাননি এই ফরোয়ার্ড। তবে আশার কথা হলো, আবাহনী লিমিটেডের এই তারকার চোটের দ্রুত উন্নতি হয়েছে। তই বুধবারই কাতার উড়ে যাচ্ছেন জীবন।
গত বৃহস্পতিবার কাতার পাড়ি দেয় বাংলাদেশ দল। এর আগের দিন চোটের জন্য টিম হোটেল ছেড়ে যান জীবন। তবে এখন খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, ‘কাতারে যাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পর দেখলাম ব্যথা নেই। ভালো বোধ করছি। ফিজিও ও কোচের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললাম। তারা বললেন চলে আসতে।’
৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। এর আগে জীবনের যোগ দেওয়ার খবরটা দলের মধ্যে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস ছড়াবে। নেপালের বিপক্ষে দুই ম্যাচেই জীবন বেশ ভালো খেলেছেন। ২-০ গোলে জেতা প্রথম ম্যাচে দলের পক্ষে প্রথম গোলটি করেছেন তিনি।
জীবন বুধবার কাতারের বিমান ধরলেও কোচ জেমি ডে যেতে পারছেন না। এখনো করোনা থেকে সেরে উঠেননি তিনি। ঢাকাতেই আইসোলেশনে আছেন জাতীয় দলের এই ইংলিশ কোচ।