সিলেটের জালে বসুন্ধরার মেয়েদের ১২ গোল
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ২৩:২৮
ছবি: বাফুফে
মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে আবারো গোল উৎসব করে জিতেছে ফেভারিট বসুন্ধরা কিংস। স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসিকে রীতিমতো বিধ্বস্ত করেছে দলটি।
মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে ১২-১ গোলে জয় তুলে নেয় বসুন্ধরা। প্রথম পর্বে দুই দলের দেখায় ১৩-০ গোলে জিতেছিল বসুন্ধরা।
এদিনের ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন সাকিব খাতুন ও কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা করেছেন সর্বাধিক ৪ গোল। অধিনায়ক সাবিনা ৩ গোল করেন। জোড়া গোল করেছেন মিসরাত জাহান মৌসুমী। এছাড়া ১টি করে গোল করেন তহুরা খাতুন, শিউলি আজিম ও মারিয়া মান্দা। সিলেটের পক্ষে একমাত্র গোলটি করেন মনি।
দিনের অন্য ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে নাসরিন ফুটবল একাডেমী। দলটির পক্ষে ঋতু পর্না চাকমা, আনুচিং মোগিনী ও সোহাগী একটি করে গোল করেছেন। আনোয়ারা স্পোর্টিংয়ের পক্ষে একমাত্র গোলটি শিবালিকার।
আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ছুটছে নাসরিন ফুটবল একাডেমী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২০ ২৩:২৮

মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে আবারো গোল উৎসব করে জিতেছে ফেভারিট বসুন্ধরা কিংস। স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসিকে রীতিমতো বিধ্বস্ত করেছে দলটি।
মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে ১২-১ গোলে জয় তুলে নেয় বসুন্ধরা। প্রথম পর্বে দুই দলের দেখায় ১৩-০ গোলে জিতেছিল বসুন্ধরা।
এদিনের ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন সাকিব খাতুন ও কৃষ্ণা রানী সরকার। কৃষ্ণা করেছেন সর্বাধিক ৪ গোল। অধিনায়ক সাবিনা ৩ গোল করেন। জোড়া গোল করেছেন মিসরাত জাহান মৌসুমী। এছাড়া ১টি করে গোল করেন তহুরা খাতুন, শিউলি আজিম ও মারিয়া মান্দা। সিলেটের পক্ষে একমাত্র গোলটি করেন মনি।
দিনের অন্য ম্যাচে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে নাসরিন ফুটবল একাডেমী। দলটির পক্ষে ঋতু পর্না চাকমা, আনুচিং মোগিনী ও সোহাগী একটি করে গোল করেছেন। আনোয়ারা স্পোর্টিংয়ের পক্ষে একমাত্র গোলটি শিবালিকার।
আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের পেছনে ছুটছে নাসরিন ফুটবল একাডেমী।