ঢাকায় আসবে ক্যারিবীয়দের পর্যবেক্ষক দল
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ০১:৩১
ফাইল ছবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে তার আগে এখানকার কোভিড-১৯ পরিস্থিতি ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্য ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি করে টি-টুয়েন্টি খেলার কথা ক্যারিবীয়দের। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সফরটি সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমানো হতে পারে। ক্যারিবীয় বোর্ডই সফর সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিসিবি ইতোমধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সিরিজ আয়োজনে নিজেদের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজকে পাঠিয়েছে। সিরিজটি হলে এটিই হবে করোনা পরবর্তী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন।
তিনি আরও বলেন, ‘একজন সদস্য তাদের মেডিকেল বিভাগের ও অন্যজন তাদের নিরাপত্তা বিভাগের। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করবেন তারা। সকল ব্যবস্থা দেখার পর নিজেদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবেন তারা।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ০১:৩১

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে তার আগে এখানকার কোভিড-১৯ পরিস্থিতি ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্য ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি করে টি-টুয়েন্টি খেলার কথা ক্যারিবীয়দের। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সফরটি সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমানো হতে পারে। ক্যারিবীয় বোর্ডই সফর সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
বিসিবি ইতোমধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সিরিজ আয়োজনে নিজেদের পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজকে পাঠিয়েছে। সিরিজটি হলে এটিই হবে করোনা পরবর্তী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন।
তিনি আরও বলেন, ‘একজন সদস্য তাদের মেডিকেল বিভাগের ও অন্যজন তাদের নিরাপত্তা বিভাগের। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করবেন তারা। সকল ব্যবস্থা দেখার পর নিজেদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবেন তারা।’